শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদবানিজ্যঅস্বাভাবিক দাম রুখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

অস্বাভাবিক দাম রুখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত শনিবার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের এক সভায় জানিয়েছেন, দেশে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হচ্ছে। কৃষি মন্ত্রণালয় অনুমোদনের মাধ্যমে পেয়াজ আমদানী করা হবে। তখন পেয়াজের দাম কেজিতে ৫০ টাকার মধ্যে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ঈদুল আজহার একমাস আগেই বাজারে এখন পেঁয়াজের দাম আকাশচুম্বী। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় একশ টাকা। দুই মাস আগেও এক কেজি পেঁয়াজ পাওয়া যেতো ৩৫/৪০ টাকায় এখন তা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। সর্বশেষ দুইদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০/১৫ টাকা।

উল্লেখ, চলতি বছরের ১৫ মার্চ কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজের আমদানি বন্ধ করে দেয় সরকার। ####

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ