বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচনে “সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ” নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে। ২৫ টি পদের মধ্যে তারা ২২ টি পদে জয় লাভ করছে।
গতকাল রবিবার দিনব্যাপী সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনে ১৬৮০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকায় ৬৭৬ জন, চট্টগ্রামে ৫০২ জন, সিলেটে ১১৯ জন, পাবনায় ১৪৪ জন, টাঙ্গাইলে ৭৮ জন এবং বগুড়ায় ১৬১জন সদস্য ভোট দেয়।
গতকাল বিকেলে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এলাকাভিত্তিক নির্বাচন কমিশন সেখানকার ব্যালট বক্স ঢাকার কেন্দ্রীয় কার্যালয় নিয়ে যায়। এবং সারারাত ভোট গণনার পর সকালে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে” হাজী মোহাম্মদুর রহমান” ও “হাজী মো: আসলাম”এর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের সাথে “হাজী সালেহ আহমেদ” ও কাজী ইমরান এফ রহমান “এর নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবসায়ীক ঐক্য পরিষদের মধ্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়।
নির্বাচনে জয়লাভ কৃত ২৫ জন প্রার্থীদের মধ্যে রয়েছেন:- হাজী মোঃ আসলাম (১১৬০), মোঃ আমজাদ হোসেন খান(১১৫৩), হাজী মোহাম্মদুর রহমান(১১২৬), আব্দুল কাদির সিকদার(১১২৫), হাজী মোবারক আলী(১১১৯), মোঃ মোস্তাহিদ খান আরাফি(১০৭৫), হাজী মোঃ রফিকুল ইসলাম(১০৬৯), মনিরুল হাসান সেলিম(১০৪১), হাজী মোঃ মুজাহিদ(১০৪০), দীপক সাহা দীপু(১০২৬), মোঃ রবিউল আলম মজুমদার রুবেল(৯৮৩), মোহাম্মদ কুদ্দুছ মিয়া(৯৭৯), হাজী সালেহ আহাম্মদ(৯৭৬), মোঃ সাজ্জাদুর রহমান সবুজ(৯৬৭), মোঃ দানিসুজ্জামান(৯৪৭), মোঃ আব্দুল মালেক ভুইয়া(৯২৯), মোঃ রেজওয়ান(৯২৭),আব্দুল হাফিজ(৯২৩), মোঃ আকতারম্নজ্জামান রনি(৯১৭), মোঃ ইউসুফ চৌধুরী(৯০৯), মোঃ আমজাদ খান (৯০৩), মোঃ আরশাদ(৮৮৩), মোঃ আব্দুল হামিদ আপেল(৮৭৯), কাজী ইমরান এফ রহমান(৮৭৩) মোঃ কবির আহমেদ(৮৪৮)।
এবার নির্বাচনের সর্বাধিক ১১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাজী মোঃ আসলাম এবং সবচেয়ে কম ৩৭৮ ভোট পেয়েছেন মো: জসীম।####