তেলাপোকা মারার স্প্রে দেওয়ার সময়সীমা না মানার কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলে শাহিল মোবারত জায়ান (৯) ও তার বড় ভাই শায়েন মোবারত জাহিনের (১৫) ।
গত শুক্রবার তেলাপোকার উৎপাত থেকে বাঁচতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে। ছয় ঘণ্টা বাসায় না ঢোকা এবং পুরো বাসা পরিষ্কারের
নিয়ম থাকলেও, পরিবারটি তা না মেনে ছয় ঘণ্টা পর বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে শাহিল মোবারত জায়ান ও শায়েন মোবারত। পরে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে শাহিলকে ডাক্তার মৃত ঘোষণা করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে শায়েনও মারা যায়। ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়েছিল বলে চিকিৎসারা জানায়।
তেলাপোকা মারার স্প্রে বিষক্রিয়া দুই ছাত্রীর মৃত্যুর ঘটনাটি সারা দেশের বেশ আলোচিত হয়ে ওঠে।###