শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদভ্যাট-ট্যাক্সদুই হাজার টাকা আয়কর দিলেই টিআইএনধারী ব্যাক্তির জন্য ৪৪ ধরনের সেবা ।।

দুই হাজার টাকা আয়কর দিলেই টিআইএনধারী ব্যাক্তির জন্য ৪৪ ধরনের সেবা ।।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, টিআইএনধারী ব্যক্তি আয়কর সনদ নিতে হলে দুই হাজার টাকা ন্যূনতম আয়কর দিতে হবে। এই আয়কর সনদ দিয়ে ৪৪ ধরনের সেবা নেয়া যাবে।

আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন। ইতিপূর্বে তিন লাখ টাকা আয়ের ওপর কোনো কর দিতে হয় না।

বর্তমানে দেশে ৮৮ লাখ মানুষের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে। তবে গত বছর আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩২ লাখ মানুষ।

বর্তমানে যে ৪৪ ধরনের সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে। তার মধ্য রয়েছে:-

• পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কেনা

• ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নেয়া

• রিটার্নে প্রাপ্তিস্বীকার পত্র না থাকলে ব্যাংকে জমা টাকার সুদ থেকে উৎসে কর ১৫ শতাংশ কাটা হবে, প্রাপ্তিস্বীকার পত্র থাকলে ১০ শতাংশ কাটা হবে।

• সিটি কর্পোরেশন বা জেলা সদরের পৌর এলাকা অথবা ক্যান্টনমেন্ট এলাকায় ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি, ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি বা হস্তান্তর করতে হলে

• ক্রেডিট কার্ড নিতে হলে

• গাড়ি ক্রয়, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে

• সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় সন্তানদের ইংলিশ মিডিয়াম বা ইংরেজি ভার্সনে ভর্তি করাতে

• বাণিজ্যিক বা শিল্প কলকারখানায় গ্যাসের সংযোগ নিতে, সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাসের সংযোগ নিতে বা বহাল রাখতে

• সিটি কর্পোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে

• জমি বা বাড়ি ভাড়া দিয়ে আয়

• সরকারি, আধাসরকারী, কর্পোরেশন থেকে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে

• বেসরকারি প্রতিষ্ঠানের বেতন নিতে হলে

• শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের আয় ১৬ হাজার টাকার বেশি হলে

• মহানগরে ভবন নির্মাণের অনুমোদন চাইলে

• জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা বা উপজেলায় প্রার্থী হলে

• পেনশন ফান্ড,অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ছাড়া অন্যান্য ফান্ডের ক্ষেত্রে

• ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে হলে

• ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য বা সেবা বিক্রি করতে হলে;

• মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোন অ্যাকাউন্ট রিচার্জের মাধ্যমে অর্থ স্থানান্তর করার ফলে কমিশন বা ফি নিতে হলে

• সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় সমিতি বা ক্লাব গঠন ও সদস্য হলে

• ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের সদস্য হলে

• পরামর্শক, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করলে

• বিবাহ নিবন্ধক বা কাজী হিসাবে লাইসেন্স পেতে চাইলে

• আমদানি-রপ্তানির সনদ, আমদানির এলসি খুলতে চাইলে

• কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডার পদ পেতে

• ব্যবসা বাণিজ্য বা বণিজ সমিতির সদস্যপদ নিতে চাইলে

• বীমা বা সার্ভেয়ার হিসাবে নিবন্ধন নিতে চাইলে

• অস্ত্রের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে

• ওষুধ ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স করাতে

• পরিবেশ ছাড়পত্র বা বিএসটিআই ছাড়পত্র পেতে

• লঞ্চ, স্টিমার, ট্রলার বা কার্গো ইত্যাদির সার্ভে সার্টিফিকেটের জন্য

• ইটভাটার অনুমোদন নিতে হলে বা পরিবহণ ব্যবসা করলে

• কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপ চাইলে

• পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিলে

• এনজিও বা ক্ষুদ্রঋণ সংস্থার জন্য বিদেশি অনুদানের ক্ষেত্রে

• স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্স্ট্রিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও লাইসেন্স নিতে চাইলে বা বহাল রাখতে

• সমবায় সমিতি, ট্রাস্ট বা এনজিও ব্যাংক হিসাব খুলতে

• সিটি কর্পোরেশন এলাকায় ভূমি, ভবন এবং অ্যাপার্টমেন্ট ভাড়া বা লিজ রেজিস্ট্রেশন

• পৌরসভা এলাকায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর

• সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ নেয়ার ক্ষেত্রে বাড়ির মালিকের

• কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সরবরাহ এবং সেবা প্রদান করতে হলে সরবরাহকারীর।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ