লিওনেল মেসিকে কেনার জন্য আর্থিক পরিকল্পনা লা লিগা কর্তৃপক্ষের কাছে পেশ করেছে বার্সেলোনা। লা লিগা ছাড়পত্র দিয়ে দিয়েছে। এখন বার্সার ফান্ড তুলতে হবে। মেসিকে আনতে বার্সা বেশ ক’জন ফুটবলারকে বিক্রি করে দিতে হচ্ছে।
এরই মধ্যে মেসির সঙ্গে চুক্তির বিষয়ে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্ত এবং মেসির বাবা ও এজেন্টে হোর্হে মেসি বৈঠক করেছেন। মেসির চাওয়াতেই নাকি ওই বৈঠক হয়েছে। চুক্তির সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, ‘বিষয়টি এখন বার্সা সভাপতি ও মেসির বাবার হাতে। তবে মূল বিষয়টি মেসির হাতেই রয়েছে।
ইতোমধ্যে, পিএসজির জার্সিতে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আগামী মৌসুমের ঠিকানা সৌদি আরব, যুক্তরাষ্ট্র নাকি স্পেন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তবে সংবাদ মাধ্যম দাবি করেছে, মেসি সৌদি আরবের ক্লাব আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বলেছেন। ###