শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদUncategorizedট্রেজারি বন্ড কেনা সহজ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর জন্য

ট্রেজারি বন্ড কেনা সহজ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর জন্য

সাধারণ বিনিয়োগকারীরা যেন সহজেই ট্রেজারি বা সরকারি বন্ডের নিলামে অংশ নিতে পারেন, তার উদ্যোগ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।  শেয়ারবাজারের বিও অ্যাকাউন্টধারীরা ব্রোকারেজ হাউসের মাধ্যমে চাইলে প্রাথমিক নিলামে অংশ নিয়ে ট্রেজারি বন্ড কিনতে পারবেন। রবিবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বিএসইসির সুত্র জানায়, ট্রেজারি বন্ডের নিলামে কোনো সাধারণ বিনিয়োগকারী অংশগ্রহণ করতেন না। কারণ এ জন্য বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড কেনাবেচার প্ল্যাটফর্ম মডিউলে ইউজার আইডি বা বিপিআইডি থাকতে হয়। এখন ব্রোকারেজ হাউস একটি অমনিবাস বিপিআইডি খুলে গ্রাহকদের হয়ে ট্রেজারি বন্ডের নিলামে অংশ নিতে পারবে। এ জন্য বিনিয়োগকারীদের কোনো টাকা দিতে হবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) সঙ্গে আলোচনা করে এ-সংক্রান্ত প্রক্রিয়াও নির্দিষ্ট করা হয়েছে। শিগগির এ বিষয়ে আদেশ জারি করা হবে।

সুত্র আরও জানান, স্টক এক্সচেঞ্জে সেকেন্ডারি বন্ডবাজার সক্রিয় করতে গত বছরের শেষে বিশেষ উদ্যোগ নেওয়া হলেও তা এখনও সক্রিয় হয়নি। কারণ সাধারণ বিনিয়োগকারীদের কারও কাছে ট্রেজারি বন্ড নেই। ব্যাংক, বীমাসহ নানা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এ বন্ড থাকলেও তাঁরা এ বাজারে কেনাবেচা করেন না। নিলামে কিছু বিনিয়োগকারী বন্ড কিনলে তার মাধ্যমে বাজারটি সক্রিয় হতে পারে।

নতুন উদ্যোগের ফলে একজন বিনিয়োগকারী ট্রেজারি বন্ডে প্রাথমিক নিলামে কমপক্ষে ১ লাখ টাকা বা এর গুনিতক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির জারি আদেশ অনুযায়ী, ট্রেজারি বন্ডের লেনদেন নিষ্পত্তির ফি শূন্য দশমিক ০১ শতাংশ বা সর্বোচ্চ ১ হাজার টাকা এবং ব্রোকারেজ ফি লেনদেন মূল্যের শূন্য দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ১ কোটি টাকার ট্রেজারি বন্ড কেনাবেচায় ১১ হাজার টাকা খরচ আছে।##

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ