চাকরিপ্রার্থীদের হতাশা দূর করতে বিসিএসে কম প্রার্থী টিকানোর পথে হাটছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণের রেকর্ড করেছে পিএসসি।
গত ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে গতকাল মঙ্গলবার প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। তবে গত পাঁচটি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা ৫ শতাংশেরও কম।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় তিন লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী।
৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডারে এক হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জন, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
পিএসসি সূত্র জানায়, বেশি প্রার্থী টিকালে বিসিএস দীর্ঘায়িত হয়। একটি বিসিএস শেষ করতে অনেক সময় লাগে। ক্যাডার পদের সংখ্যা সীমিত থাকায়, নন-ক্যাডারে যাঁরা উত্তীর্ণ হন, তাঁদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব হয় না। এতে চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা বাড়ে। এসব দিক চিন্তা করে কম প্রার্থী টেকানোর বিষয়টি নিয়ে ভাবছে পিএসসি। সামনের বিসিএসগুলোয় কম প্রার্থী টেকানোর বিষয়টি পিএসসির বিশেষ সভায় অনুমোদনের জন্য প্রস্তাব দেয়ার প্রক্রিয়ার সক্রিয় বিবেচনা দিন রয়েছে বলে সূত্র জানান####