শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীর উপর হামলা, নিহত -১ আহত-৮।। মহাসচিবের সমবেদনা।।

উত্তর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীর উপর হামলা, নিহত -১ আহত-৮।। মহাসচিবের সমবেদনা।।

উত্তর মালিতে জাতিসংঘ বাহিনীর উপর হামলায় এক শান্তিরক্ষী নিহত এবং ওপর আট জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার, বার শহরের কাছে টোমবকতু অঞ্চল। আক্রান্ত টহল দলটি প্রথমে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের মুখোমুখি হয়েছিল এবং তারপর তাদের উপর সরাসরি আক্রমণ চালানো হয়। এলাকাটি গত এক দশক ধরে সহিংস কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিনিত হয়ে পড়েছে। 

এই ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহত আটজনের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, গত ২৯ মে ‘২৩ মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দামে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিনজন সদস্য আহত হন এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) মাধ্যমে এই হামলা চালানো হয়

বর্তমানে মালিতে জাতিসংঘের অধীনে ১২,০২৭ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। ২০১৩ সালে মালিতে মিশন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০৩ জনেরও বেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। তাই এটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

রাজধানীর মালির বিভিন্ন অংশে, যেখানে সরকারি উপস্থিতি কম, সেখান এখনও মালিয়ানরা তাদের নিরাপত্তার জন্য জাতিসংঘ মিশনের উপর নির্ভরশীল।

তবে  মালিয়ারা প্রথম দিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আগমনকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানালেও এখন মিশনকে এক শ্রেণির মালিয়ারা  সমস্যা হিসেবে দেখছে । জাতিসংঘের কম্পাউন্ডের কাছে সন্ত্রাসী এক হামলা চালানোর ঘটনায় শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ না করার তদেরকে এই মালিয়ানরা দায়ী করছে।##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ