চট্টগ্রাম রেঞ্জ সহ ৭জন ডিআইজিকে বদলি করা হয়েছে পাশাপাশি ২২ জেলার নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।
চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসাবে বদলি করা হয়েছে করা হয়েছে। পাশিপাশি চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা।
অন্য ৬ জন বদলি ও পদায়নকৃত ডিআইজিরা হলেন, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া দেশের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপাররা হলেন- নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় ও অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এইচ. এম. আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. সাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরী পুলিশে বদলির আদেশপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।##
অন্য এক আদেশে ৯ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তারা হলেন, নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদকে ঢাকায় পুলিশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে ঢাকায় বিশেষ শাখা , মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ শফিকুল ইসলামকে মেট্রোরেলে পদায়ন করা হয়।###