শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার সংবাদজাপানকে ছাড়িয়ে ভারতীয় অটোমোবাইল শিল্প এখন তৃতীয় স্থানে। তাই ভারতে ৬৭১কোটি রুপি...

জাপানকে ছাড়িয়ে ভারতীয় অটোমোবাইল শিল্প এখন তৃতীয় স্থানে। তাই ভারতে ৬৭১কোটি রুপি বিনিয়োগ করছে জাপানের ইয়োকোহামা টায়ার।।

জাপানের ইয়োকোহামা ২০২৪ সালে ভারতে ৪৫ লাখ টায়ার উৎপাদনের লক্ষ্য ৬৭১কোটি রুপি বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে । ভারতীয় অটোমোবাইল শিল্প জাপানকে ছাড়িয়ে বর্তমানে তৃতীয় বৃহত্তম বাজার পরিণত হয়েছে। তাই অটোমোবাইলে ব্যবহৃত টায়ারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্য ইয়োকোহামা রাবার কোং লিমিটেড, সম্প্রতি টায়ার উৎপাদন ক্ষমতা প্রসারিত করার ঘোষণা দেয়।

যার প্রেক্ষিতে ৮২মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি ইয়োকোহামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে ভারতে তার বার্ষিক যাত্রীবাহী গাড়ির টায়ার উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

ইয়োকোহামার কারখানাগুলোতে বর্তমান উৎপাদন ২.৮ মিলিয়ন থেকে ২০২৪সালের চতুর্থ ত্রৈমাসিকে ৪.৫ মিলিয়ন টায়ার উৎপাদন বৃদ্ধি করবে। সে জন্য ভারতের পূর্ব অংশে বিশাখাপত্তনম প্ল্যান্ট সম্প্রসারণ করা হবে। এখানে ২২ইঞ্চি সাইজ পর্যন্ত যাত্রীবাহী গাড়ির টায়ার তৈরি করতে সক্ষম হবে।

এদিকে ভারতের অটোমোবাইল শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে, ২০২২সালে মোট অটোমোবাইল বিক্রয়ের পরিমাণ জাপানকেও ছাড়িয়ে গেছে, যা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত করেছে। ইয়োকোহামা রাবার আশা করছে ভবিষ্যতে এই বৃদ্ধি অব্যাহত থাকবে। সেজন্য ইয়োকোহামা ২০২৪সালে ৪৫ লাখ টায়ার উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। উল্লেখ্য ইয়োকোহামা বিভিন্ন কারখানায় ২০১৪ সালে টায়ার উৎপাদন করেছে ৭লাখ, ২০১৯ সালে ১৫লাখ ৩০হাজার এবং ২০২১সালে ১৯লাখ ৬০হাজার টায়ার উৎপাদন করেছে।

২০০৭ সালের এপ্রিলে ভারতের হরিয়ানার বাহাদুরগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এক লাখ বর্গ মিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত ইয়োকোহামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ২০১৪ সালে উৎপাদন শুরু করে। বর্তমানে বিভিন্ন কারখানায় ইয়োকোহামার বছরে টায়ার উৎপাদন ক্ষমতা ২৮ লাখ।

ইয়োকোহামা ২০২২ সালে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমস্থ আচুতাপুরম ইন্ডাস্ট্রিয়াল পার্ক ৩লাখ ৯০হাজার বর্গ মিটার এলাকা জুড়ে নতুন আরেকটি টায়ার কারখানা স্থাপন করে। এখানে ইয়োকোহামা রাবারের সহায়ক সংস্থা যা কৃষি সরঞ্জাম এবং অন্যান্য অফ-হাইওয়ে টায়ারের উৎপাদন ও বিক্রয় কেন্দ্র গড়ে তোলে।

এছাড়া ইয়োকোহাম যে তিনটি কারখানায় টায়ার উৎপাদন করে তার মধ্য – তিরুনেলভেলি (তামিলনাড়ু), হরিয়ানার বাহাদুরগড় এবং দাহেজ (গুজরাট) -এ অফ-রোড টায়ার তৈরি করে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ