শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদবিনোদনভারতে বিরোধী জোটের বৈঠকের পর রাহুল গান্ধীকে লালু প্রসাদ যাদবের উপদেশ,"বিয়েটা করে...

ভারতে বিরোধী জোটের বৈঠকের পর রাহুল গান্ধীকে লালু প্রসাদ যাদবের উপদেশ,”বিয়েটা করে নিন। বিয়ের কথায় সবার মধ্যে হাসির রোল।

ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর পুত্র এবং সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌত্র আবার সেখানকার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপৌত্র রাহুল গান্ধীর বয়স ৫৩ হলেও তাঁকে দেশের অন্যতম যোগ্য সুপাত্র বলে মনে করা হয়। 

রাহুল গান্ধী কি সারা জীবন চিরকুমার থাকবেন? এই নিয়ে প্রায় তাকে কথা শুনতে হয়। তবে এবার এই উপদেশ শুনতে হলো লালু প্রসাদ যাদবের কাছ থেকে।

ভারতে বিরোধী জোটের বৈঠকের পর রাহুল গান্ধীকে উপদেশ দিয়ে লালু প্রসাদ যাদব বলেন, “এখনও সময় আছে। বিয়ে করে নিন। আমাদের কথা শুনুন”। যা শুনে হাসির রোল উঠে বৈঠকের মাঝে। বিয়ের কথায় সবার হাসি ফোটে। সুত্র আনন্দ বাজার পত্রিকা

বিরোধী জোটের আলোচনা শেষে ১৫ জনের দলের নেতারা সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানেই লালুপ্রসাদ যাদব রাহুল গান্ধীকে উপদেশ দিয়ে বলেন, “আমরা আগেও আপনাকে পরামর্শ দিয়েছিলাম, বিয়ে করে নিনি। তখনও আপনি কথা শোনেননি। এখনও দেরি হয়নি। বিয়ে করে নিন, আমরা বরযাত্রী যাই।

লালুপ্রসাদ যাদব বৈঠকের পর বলেন, “বহুদিন পরে আপনাদের সঙ্গে দেখা হল। সিমলায় রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। আগে লোকে বলত, বিরোধীরা আলাদা থাকবে। আমরা একসঙ্গে রয়েছি।”

প্রবীন নেতা লালু যাদব বলেন, “আপনার মা আমাকে বলেছিলেন যেন, আপনাকে বিয়ে করার কথা বোঝাতে। আপনি তো ওঁর কথা শোনোনি। তাড়াতাড়ি বিয়েটা করে নিন।”

শুক্রবার পটনায় বসেছিল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কাশ্মীরের মেহবুবা মুফতি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন-সহ এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, এমনকি, বাম নেতারাও। আর ছিলেন বিহারের জেডিইউ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আরজেডি প্রধান লালুও। বিরোধী নেতা নেত্রীদের মধ্যে বৈঠকের ফাঁকেই হঠাৎ রাহুলকে বিয়ের কথা বলতে শোনা যায় লালুকে।

মাস কয়েক আগেই শেষ হয়েছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। যা রাজনৈতিক ভাবে সফল বলেই মন্তব্য করেছেন রাজনীতিক মহল। রাহুলকে তাঁর যাত্রার জন্য অভিনন্দন জানিয়ে লালু যাদব বলেন, ‘‘গোটা দেশ জুড়ে এই যাত্রা করে খুব ভাল করেছেন।

” লালু যাদব বরাবরই কংগ্রেসের কাছের মানুষ। সেই ঘনিষ্ঠতার কথা রাহুলকে মনে করিয়ে দিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কথা টেনে আনেন এইশপ্রবীন নেতা। রাহুলকে কিছুটা স্নেহের সুরেই তাঁকে বলতে শোনা যায়, “আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাবো।” এর পরেই লালু যাদবের কথার জবাবে রাহুল বলেন, “আপনি যখন বলে দিয়েছেন, তখন বিয়েও হয়েই যাবে।”

শুক্রবার লালু যখন রাহুলের সঙ্গে কথা বলছেন, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশশকুমারকেও যোগ দিতে দেখা যায় সেই আড্ডায়। নীতীশ কুমার বলেন, “রাহুলজি তাঁর যাত্রার সময় দাড়ি রাখতে শুরু করেছেন দেখেছেন কি?” জবাবে লালু যাদব বলেন, “এ বার দড়িটা ছেঁটে ফেলুন। নীতীশজিও চান আপনি হালকা দাড়ি রাখুন।” অবশ্য রাহুলকে দাড়ি নিয়ে উপদেশ দিতে গিয়ে আরও এক জনের দাড়ির প্রসঙ্গ টেনে এনেছেন লালু যাদব। বিরোধী ঐক্যের বৈঠকের ফাঁকে তাঁকে বলতে শোনা যায়, “দাড়িটা বড় করবেন না। আমি ঠিক বুঝতে পারি না নরেন্দ্র মোদীও কখনও নিজের দাড়ি কাটেন না কেন !”##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ