শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদলিডনাইজারের অভ্যুত্থান মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহারকে জটিল করে তুলতে পারে

নাইজারের অভ্যুত্থান মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহারকে জটিল করে তুলতে পারে

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার বলেছেন, নাইজারে অভ্যুত্থান ঘটনা প্রতিবেশী মালিতে তাদের দশকব্যাপী চলে আসা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার উপর “নেতিবাচক প্রভাব” ফেলতে পারে। সুত্র রয়টার্স।

গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির সামরিক জান্তা হঠাৎ করে ১৩ হাজার শান্তিরক্ষী বাহিনীকে সে দেশ থেকে চলে যেতে বলার কারণে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মালিতে মিশনটি শেষ করার পদক্ষেপ নেয়।

চাদ মালিতে প্রায় ১,৪০০ সৈন্য নিয়ে বড় মিশন কিন্তু নাইজারের অভ্যুত্থান তাদের দেশে ফিরে আসা কঠিন করে তুলতে পারে। নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা মিশনকে এই বছরের শেষ নাগাদ তাদের প্রত্যাহার শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মালিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের ১,৬৭৯জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

নাইজারে অভ্যুত্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ডুজুরিক বলেন, “এটি চলতে থাকলে আমাদের ড্রপ ডাউনের উপর নেতিবাচক প্রভাব পড়বে।”

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নাইজারের রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি” দেয়ার আহ্বান জানিয়ে বলেন “নাইজারের গণতান্ত্রিক শাসনে বাধা দেওয়া বন্ধ করুন এবং আইনের শাসনকে সম্মান করুন। সেই সাথে “জোর করে ক্ষমতা দখলের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

অভ্যুত্থানের কারণে নাইজারে জাতিসংঘের মানবিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ