সারা বিশ্বে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে আফ্রিকান নেতারা শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাদের শান্তি পরিকল্পনা গ্রহণ করে ইউক্রেন যুদ্ধের বন্ধ করতে চাপ দিয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তি নবায়ন করার জন্য মস্কোকে অনুরোধ জানিয়েছে বলে রয়টার্স জানায়।
যুদ্ধের কারণে খাদ্যের দাম বৃদ্ধির বিষয়ে আফ্রিকান উদ্বেগের কথা জানাতে গিয়ে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামত সেন্ট পিটার্সবার্গে পুতিন ও আফ্রিকান নেতাদের বলেন, “ন্যায়বিচার ও যুক্তির ভিত্তিতে এই যুদ্ধের অবসান হওয়া উচিত। শস্য চুক্তিটি অবশ্যই বিশ্বের সকল মানুষের, বিশেষ করে আফ্রিকানদের সুবিধার জন্য প্রসারিত করা উচিত।
ইউক্রেন যুদ্ধ বন্ধে আফ্রিকান নেতাদের শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে, রাশিয়ান সৈন্য প্রত্যাবর্তন, বেলারুশ থেকে রাশিয়ান কৌশলগত পারমাণবিক অস্ত্র অপসারণ, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা এবং নিষেধাজ্ঞার ত্রাণ সহ সংঘাত নিরসনের জন্য সম্ভাব্য পদক্ষেপের বিষয় গুলো।
শুক্রবার আফ্রিকার নেতাদের সম্মেলনে পুতিন বলেন যে, মস্কো এই প্রস্তাবকে সম্মান করে এবং সচেতনভাবে পর্যালোচনা করছে। উল্লেখ্য, গত মাসে আফ্রিকান নেতারা যখন পুতিনের কাছে প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন তখন তিনি নম্র কিন্তু শান্ত ভাবে এটি গ্রহণ করেন।
সম্মেলনে কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগুয়েসো বলেছেন, আফ্রিকান উদ্যোগটি “সর্বাধিক মনোযোগের দাবি রাখে, এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়, আমরা আবারও জরুরিভাবে ইউরোপে শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি।”
সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সাল “শান্তি সৃষ্টিতে সহায়তা করার জন্য একটি ডি-এস্কেলেশন” করার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন যে তিনি আশা করেন যে “গঠনমূলক ব্যস্ততা এবং আলোচনা” সংঘর্ষের অবসান ঘটাতে পারে।
মিশরীরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ব্ল্যাক সাগর শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। এবং সংঘাত সত্ত্বেও ইউক্রেনকে তার সমুদ্রবন্দর থেকে শস্য রপ্তানির অনুমতি দেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার, পুতিন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ছয়টি দেশে আগামী কয়েক মাসের মধ্যে বিনামূল্যে রাশিয়ান শস্য সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০ শতকের মুক্তি সংগ্রামে এবং সাম্প্রতিককালে মস্কোর সমর্থনের পরিসংখ্যান এবং মালি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নেতারা, যাদের সরকার রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর পরিষেবার উপর খুব বেশি নির্ভর করেছে, উভয়ই পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এদিকে শস্য চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের ঘোষণায় বিশেষ করে এশিয়া এবং আফ্রিকা সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে তুলবে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সতর্ক করে দিয়েছেন। আল জাজিরাকে তিনি আরো বলেন, গম, ভুট্টা এবং অন্যান্য সম্পর্কিত পণ্যের সরবরাহ ২০% কমে যাওয়ার মূল্যও বৃদ্ধি পাবে।
জাতিসংঘ বলছে যে, ইউক্রেন বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ৭লাখ ২৫ হাজার টন শস্য সরবরাহ করতো, যা আফগানিস্তান, জিবুতি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনে মানবিক সহায়তা হিসাবে পাঠানো হতো।
বিবিসির মতে, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি কারণে পর্যাপ্ত খাদ্য উৎপাদন না হওয়ায় সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া এবং দক্ষিণ সুদান জুড়ে ৫ কোটিরও বেশি লোকের বর্তমানে খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।##