শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার বাজারভারতীয় টায়ার এমআরএফ-এর নিট মুনাফা পাঁচ গুন বেড়েছে

ভারতীয় টায়ার এমআরএফ-এর নিট মুনাফা পাঁচ গুন বেড়েছে

প্রথম কোয়ার্টারে ভারতীয় এমআরএফ টায়ারের নিট মুনাফা প্রায় পাঁচ গুন বেড়েছে। টায়ারের কাঁচামাল রাবারের দাম কম থাকা এবং যাত্রীবাহী গাড়ির বিক্রি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়া এমআরএফ এত বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে বলে এমআরএফকে উদ্ধৃত করে রয়টার্স জানায়।

টায়ার প্রস্তুতকারক এমআরএফ লিমিটেড বৃহস্পতিবার বলেছে, ২০২৩ সালের জুন ত্রৈমাসিকে ৫৮৮.৭৫ কোটি রুপি নিট মুনাফায় অর্জন করেছে। অথচ কোম্পানিটি ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ১২৩.৬২ কোটি রুপি মুনাফা পেয়েছিল। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম কোয়ার্টারে এমআরএফ-এর নিট মুনাফায় প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় টায়ার কোম্পানিগুলি টায়ারের কাঁচামাল রাবারের দাম কম থাকায় ব্যাপক সুফল পাচ্ছে। গত বছরের মে মাস থেকে প্রধান কাঁচামাল রাবারের দাম ২০% থেকে ২৫% কমেছে। এইখান থেকে এমআরএফ-এর ব্যবহৃত উপকরণের খরচে ৮% কমে ৩৭.২২ মিলিয়ন রুপি সাশ্রয় হয়ে তা মুনাফায় পরিণত হয়েছে।

অন্যদিকে ভারতীয় গাড়ি নির্মাতারা সাম্প্রতিক মাসগুলিতে যাত্রীবাহী গাড়ির (পিভি) চাহিদা বৃদ্ধি রেকর্ড করেছে। এতে ব্যাপকভাবে টায়ারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

প্রথম ত্রৈমাসিকে এমআরএফ-অপারেশন থেকে রাজস্ব পেয়েছে ৬৪৪০.২৯ কোটি রুপি যা আগের বছরের প্রথম ত্রৈমাসিকে পেয়েছিল ৫৬৯৫.৯৩ কোটি রুপি ।##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ