শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকমালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের কার্যক্রম শুরু

মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের কার্যক্রম শুরু

মালি থেকে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতার শান্তি মিশন “মিনুসমার” প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। অগাস্টের প্রথম সপ্তাহে ১৫০ জন সেনেগালি শান্তিরক্ষীদের ঘাঁটি মালিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬৭৫ জন সামরিক কর্মী জুলাইয়ে দেশ ছেড়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

উল্লখ্য মালি কর্তৃপক্ষের অনুরোধে ৩০জুন গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনে মালি থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ১৩ হাজার শান্তরক্ষী বাহিনীর সদস্যদের ডিসেম্বরের মধ্য প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মধ্য মালির বান্দিয়াগারা অঞ্চলের অংসাঙগো মিনুসমা টেম্পোরারি অপারেটিং বেস টিওবিতে অবস্থানরত জাতিসংঘের শান্তরক্ষী দলের সেনেগালিজ সৈন্যরা ৪ আগস্ট শুক্রবার মালিয়ান কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ঘাঁটি হস্তান্তর করে। প্রায় ১৫০ জন সেনেগালি শান্তিরক্ষীদের কনভয়,আগামী সপ্তাহগুলিতে প্রত্যাবাসন করা হবে।

মিশনের প্রত্যাহার পরিকল্পনার প্রথম পর্যায়ের অংশ হিসেবে অংসাঙগো টিওবি অঞ্চল এই পদক্ষেপ নেওয়া হয় । ২০২০ সালের মার্চে অংসাঙগো টিওবি এই মিশনের যাত্রা শুরূ হয়েছিল।

২০২৩ সালের আগস্টের শেষ নাগাদ আরও দুটি পেরিফেরাল ক্যাম্প – তম্বুকত অঞ্চলে ও গুনদাম অঞ্চলে এবং উত্তর-পূর্ব মালির মেনাকায় ঘাঁটি হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করা হবে । মিনুসমা ইতিমধ্যেই মালিতে তার শান্তি বাহিনীর সংখ্যা কমিয়েছে। তার মধ্য ৬৭৫ জন সামরিক কর্মী জুলাইয়ের প্রথম থেকে স্থায়ীভাবে দেশ ছেড়েছে । ###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ