শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদলিডসাগরে ধরা পড়ছে বড়-বড় ইলিশ মাছ

সাগরে ধরা পড়ছে বড়-বড় ইলিশ মাছ

সাগরে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে তার মধ্যে বড়-বড় ইলিশ মাছের সংখ্যাও কম নয়। তবে দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে দুই কেজি থেকে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। এসব মাছের জন্য কেজি প্রতি ২৫০০ থেকে ৩০০০টাকা দাম হাঁকছে বিক্রেতারা। তবে ক্রেতাদের ছোট ইলিশ মাছের প্রতি আগ্রহ বেশি। কারণ ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ কেজি প্রতি ৮০০ টাকায় পাওয়া যায়।

আড়তদারা জানায়, যে পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে তা যদি অব্যাহত থাকে, তবে এবার ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের নাগালের মধ্য চলে আসবে।

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা ওঠার পর জেলেদের জাল ভরে ইলিশ ধরা পড়ছে। গত বছর থেকে সেই পরিমাণ অনেক বেশি । মাছের আকার এবং ওজনেও তুলনামূলক বড়।

বিশেষজ্ঞদের মতে, জেলেদের নিষেধাজ্ঞার সময় কঠোর নজরদারি কারণে মা মাছের ডিম পেড়ে বাচ্চা ফোটানোর সময় পেয়েছে এবং জেলেদের সরকারি সহায়তার কারণে ইলিশের উৎপাদন এবারে বাড়ছে ।

মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০০১-২০০২ সালে দেশে যেখানে ইলিশের উৎপাদন ছিল মাত্র ২ লাখ ২০ হাজার মেট্রিক টন তা গত ২০ বছরে ২০২০-২০২১ সালে এসে তা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। ###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ