শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদUncategorizedগাজায় ইসরালের অবরোধ ঘোষণা।। ইসরাইলি বন্দিদের হত্যায় হামাসের হুমকি।। ইসরাইলকে...

গাজায় ইসরালের অবরোধ ঘোষণা।। ইসরাইলি বন্দিদের হত্যায় হামাসের হুমকি।। ইসরাইলকে সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের।।

গাজায় ইসরাইলি অবরোধ ঘোষণার পাল্টা জবাবে হামাসের হতে বন্দী ইসরায়েলিদের মৃত্যুদণ্ডের হুমকির মাঝে দু’পক্ষে উত্তেজনায় আরোও বৃদ্ধি পেয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানায়।

গাজায় এ পর্যন্ত হামাসের ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তু উপর বিমান হামলা জোরদারের পাশাপাশি গাজায় সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এতে খাদ্য, পানি ও বিদ্যুৎ প্রবেশের নিষেধাজ্ঞাও রয়েছে।

অন্যদিকে হামাসের সামরিক বাহিনী, ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের একজন মুখপাত্র আবু ওবাইদা, সোমবার সতর্ক করেছেন যে, গাজাবাসীর উপর “আগের সতর্কতা ছাড়া” আক্রমণ করলে হামাসের হাতে বন্দী ইসরায়েলি বেসামরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।উল্লেখ্য হামাসের হাতে ১০০জনেরও বেশি ইসরায়েলি বন্দী করেছে বলে ইসরায়েলি মিডিয়ার জানায়।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে “গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ শুরু করার পরিকল্পনায় ” তিনি গভীরভাবে ব্যথিত” হয়েছেন বলে জানান।

৯ই অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াইয়ের ইসরায়েলি অন্তত ৯০০জন নিহত এবং ২,৪০০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াইয়ে নয়জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

অন্য দিকে গাজায়, কমপক্ষে ৯১জন শিশু সহ ৫৬০জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ২৯০০জন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ