শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকঅবরোধের কারণে গাজায় আটকে পড়া শ্বশুর-শাশুড়ির জীবন নিয়ে শঙ্কায় স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী

অবরোধের কারণে গাজায় আটকে পড়া শ্বশুর-শাশুড়ির জীবন নিয়ে শঙ্কায় স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী

 

হামাস এবং ইসরায়েলি লড়াইয়ের মাঝে নতুন করে ইসরায়লি অবরোধের কারণে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হুমজা ইউসুফের শ্বশুর-শাশুড়ি গাজায় আটকা পড়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও তাদের নিরাপদে উদ্ধারের নিশ্চয়তা দিতে পারছেনা বলে হুমজা ইউসুফ জানান। 

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী জানিয়েছেন, ডান্ডিতে বসবাসকারী এই দম্পতি এক সপ্তাহ আগে ইউসুফের শ্বশুরের অসুস্থ মাকে দেখতে গাজায় গিয়েছিলেন। এখন তারা গাজায় অবরোধের মধ্যে আটকা পড়েছেন। অবরোধ সহ দুই পক্ষের যুদ্ধে শ্বশুর-শাশুড়ি জীবন নিয়ে তিনি শঙ্কার মধ্যে রয়েছেন। তবে হুমজা ইউসুফ বিবিসিকে হামাসের কর্মকাণ্ডের নিন্দা করেছেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলে অন্তত ১০ জন ব্রিটিশ নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানি অভিবাসীদের মধ্যে জন্মগ্রহণকারী,হুমজা ইউসুফ স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম মুসলিম নেতা হিসাবে ২০২৩-এ প্রথমমন্ত্রী নিযুক্ত হন। ৩৭ বছর বয়সি এ মুসলিম স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক। তিনি সাইকোথেরাপিস্ট নাদিয়া এল-নাকলাকে বিয়ে করেন এবং তার একটি সন্তান এবং একটি সৎ সন্তান রয়েছে।নাদিয়া এল-নাকলা ডান্ডিতে জন্মগ্রহণ করলেও তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ