শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকহামাসের চ্যানেলগুলোর উপর ইসরায়েল সমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা

হামাসের চ্যানেলগুলোর উপর ইসরায়েল সমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা

টেলিগ্রাম, গুগল, অ্যাপল স্টোর সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাপস গুলো হামাস সংশ্লিষ্টদের সাথে যুক্ত চ্যানেল গুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। গাজায় স্থল অভিযানের নামে ইসরায়েলি বাহিনী নৃশংসতা বাইরে যেন প্রকাশ না পায় তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে অনেকেই মনে করছে। 

আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সূত্র জানায়, টেলিগ্রাম, জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, সহ গুগল, অ্যাপল স্টোর ফিলিস্তিনি হামাসের সাথে যুক্ত বেশ কয়েকটি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সব প্ল্যাটফর্মে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিষয়গুলোকে হিংসাত্মক বিষয়বস্তু হিসাবে উল্লেখ করে তা প্রচারের উদ্বেগ জানিয়েছে এই পদক্ষেপ নেয় । যদিও টেলিগ্রাম প্রকাশ্যে এই বিধিনিষেধের কারণ ব্যাখ্যা করেনি। তবে মনে হচ্ছে জ্যাচোর লিগ্যাল ইনস্টিটিউট, একটি মার্কিন ভিত্তিক লবি গ্রুপ যা “ইসরায়েল-বিরোধী আন্দোলনের” বিরোধিতা করে।

তবে এই ব্যাপার গত সপ্তাহে অ্যাপলকে একটি চিঠি দিয়েছে হামাস। অ্যাপল এবং টেলিগ্রাম এই চিঠির বিষয়ে সাড়া দেয়নি, তবে গুগল একটি বিবৃতিতে আল জাজিরাকে বলেছে যে, গুগল প্লে, ভয়াবহ বিষয়বস্তু প্রচার করা এবং সহিংসতা উস্কে দেয়ার সম্ভবনার বিষয় গুলো নিয়ে সচেতন রয়েছে।

এদিকে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ তাদের প্ল্যাটফর্মের শিথিল সংযম নীতিগুলিকে রক্ষার পক্ষে যুক্তি দিয়ে বলেন, টেলিগ্রাম চ্যানেলগুলি প্রাথমিকভাবে গবেষক, সাংবাদিক এবং ফ্যাক্ট-চেকারদের জন্য তথ্যের উৎস হিসাবে কাজ করে। তারা কোন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করাকে সমর্থন করে না।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ অভিযোগ করছে , সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃত হামাস তার বার্তা প্রচার করতে এবং চলমান হামলার হিংসাত্মক ভিডিও এবং ছবি সম্প্রচার করতে টেলিগ্রামকে ব্যবহার করছে।

বর্তমানে “হামাস-সংযুক্ত” গ্রাহক সাড়ে তিন লাখ থেকে বর্তমান প্রায় ২০ লাখে পৌঁছেছে। টেলিগ্রামের গুগল প্লে এবং অ্যাপ স্টোর সংস্করণগুলিতে বিধিনিষেধ প্রবর্তনের পর থেকে, চ্যানেলগুলি লাখ লাখ গ্রাহক হারিয়েছে।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ