শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকইসরালের পরমাণু অস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্বে কেন নীরব, প্রশ্ন রাশিয়ার?

ইসরালের পরমাণু অস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্বে কেন নীরব, প্রশ্ন রাশিয়ার?

ইসরালের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি সরকারী ভাবে স্বীকার করার পর আন্তর্জাতিক বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল স্বীকার করেছে যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে। আমরা পারমাণবিক অস্ত্রের উপস্থিতি সম্পর্কে ইসরায়েলের সরকারী বিবৃতি শুনছি।রাশিয়ার রাষ্ট্রীয় আরআইএ সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানায়।

জাখারোভা প্রশ্ন উপস্থাপন করে আরো বলেন, যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু পরিদর্শক এখন কোথায়?

উল্লেখ্য রেডিওর সাথে সাক্ষাৎকারে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর গাজায় “পারমাণবিক বোমা” হামলার হুমকি দিয়েছে । মন্ত্রী পর্যায়ে ইসরায়েলর কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করায় আরব লীগ এই মন্তব্যের নিন্দা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছে। অন্যদিকে “এলিয়াহুর বক্তব্য “বাস্তবে ভিত্তিক নয়” মন্তব্য করে ইসরায়েলি এই মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছেন নেতানিয়াহু সরকার ।

উইকিপেডিয়া তথ্য মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ ৬০ থেকে ৪০০ পর্যন্ত থাকতে পারে । নিউট্রন বোমা, কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং স্যুটকেস পরমাণু সহ ইসরায়েলের বিভিন্ন সিস্টেমের বিস্তৃত পরিসর রয়েছে বলে জানা গেছে। নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র তৈরি করবে বলে মনে করা হয়।তবে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ইসরায়েলের অস্পষ্টতার একটি আনুষ্ঠানিক নীতি রয়েছে। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীর আগে কখনোই ইসরায়েল তার কাছেপারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ