ভারতে প্রাকৃতিক রাবার চাহিদা তুলনা সাড়ে পাঁচ লাখ টন কম উৎপাদিত হয়েছে। তাই বাজারে হু হু করে দাম বাড়ছে। চার মাসের ব্যবধানে রাবারের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়।
অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (AIRIA) এর সভাপতি শশী সিং জানায়, ভারতে প্রাকৃতিক রাবার চাহিদার বিপরীতে উৎপাদিত হয়েছে ২০২২-২৩ সালে ১৩.৫ লক্ষ মেট্রিক টন বিপরীতে ৮.৪ লক্ষ টন এবং ২০২৩-২৪ সালে ১৪.২ লক্ষ মেট্রিক টনের বিপরীতে মাত্র ৮.৬ লক্ষ টন । তাই ঘাটতি রয়েছে এখনও ৫.৫ লক্ষ মেট্রিক টন।
তিনি আরো জানান, ভারত সবসময় আমদানির উপর নির্ভরশীল থাকায় প্রাকৃতিক রাবারের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। তাই প্রাকৃতিক রাবারের দামে তীব্র ভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাজারে প্রতি কেজি প্রাকৃতিক রাবারের দাম ২৪৭রুপি। যা ১ লা এপ্রিল ২০২৪ ছিল ১৮৩ রুপি। গত ১৫ বছরের মধ্য কেজি প্রতি দাম এখন সর্বোচ্চ। তাছাড়া গত ৪ মাসে প্রায় দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে বলেও তিনি বলেন।##