ভারতের তৈরি বিড়লা টায়ারস সম্ভবত এই অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে নতুন পরিসরের পুনরায় বাজারে আসতে করতে পারে বলে বিড়লা টায়ার্সের অন্যতম মালিক অনুরাগ চৌধুরী টাইমস অফ ইন্ডিয়াকে জানায়।
তিনি আরো জানান যে, বিড়লা টায়ার ২০২৫ সালের মধ্যে পুনরায় চালু হবে। যাতে OTR টায়ারের পাশাপাশি ক্রস-প্লাই এবং রেডিয়াল উভয় পণ্য অন্তর্ভুক্ত থাকে। এই প্রথম কোম্পানিটি রেডিয়াল টায়ার প্রবর্তন করতে যাচ্ছে। যাত্রী বাহী গাড়ি জন্য প্রায় শত ভাগ রেডিয়াল এবং বাণিজ্যিক যানবাহন বিভাগে ৪৫% নন-রেডিয়াল থাকবে।
উল্লেখ্য, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস এবং ডালমিয়া রিফ্র্যাক্টরিজ ভারত ৩০০ কোটি রুপিতে বিকে বিড়লা গ্রুপের বিড়লা টায়ার কিনেছিল৷###