শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদটায়ার বাজারচায়নার এওলাস টায়ারের চেয়ারম্যানের পদত্যাগ

চায়নার এওলাস টায়ারের চেয়ারম্যানের পদত্যাগ

চায়নার এওলাস টায়ারের চেয়ারম্যানের পদ থেকে ওয়াং ফেং পদত্যাগ করেছেন। তিনি এই কোম্পানির আর কোনো পদে থাকবেন না বলে জানান। তার স্থলে জেনারেল ম্যানেজার ওয়াং জিয়ানজুনকে চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছে এওলাস টায়ার কোং লিমিটেডের পরিচালনা পর্ষদ।

এওলাস টায়ার ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সারা বিশ্বে এই চায়না ব্র্যান্ডের খ্যাতি রয়েছে। বিশ্বের শীর্ষ বিশটি টায়ার নির্মাতাদের মধ্যে এওলাস টায়ার অন্যতম। প্রতি বছর, এওলাস বিভিন্ন যানবাহনের জন্য প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন টায়ার উৎপাদনের করে থাকে। এওলাস ২০০২ সাল থেকে ইউরোপীয় বাজারে সক্রিয় হয়েছে। বাংলাদেশেও এওলাস টায়ারের সুনাম রয়েছে।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ