বন্যার্তদের জন্য মানবিক সাহায্যে নিয়ে এগিয়ে এলো চট্টগ্রাম টায়ার-টিউব ব্যবসায়ীবৃন্দ। সাড়ে তিন লাখ টাকার ঔষধ সহ ত্রাণ সামগ্রী নিয়ে আজ বুধবার ব্যবসায়ী নেতৃবৃন্দ ফেনীর বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর কাছে পৌঁছে দেয়।
বন্যার্তদের জন্য মানবিক সাহায্য সংগ্রহের অন্যতম উদ্যোক্তা সাইফুদ্দিন আহমেদ শাওন জানায়, আমরা ত্রাণ তথা উপহার সামগ্রী বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বিবেচনা করে সংগ্রহ করেছি। তাই প্রায় দশ হাজার পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, চর্মরোগ সহ জরুরী প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধের উপর বেশি জোর দিয়েছি। তবে সাড়ে সাত হাজার বোতল মিনারেল ওয়াটার, বিস্কুট , কাপড় ও প্রয়োজনীয় শুকনো খাদ্য ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে।
মানবিক কার্যক্রমের আরেকজন উদ্যোক্তা সাখাওয়াত হোসেন রিপন জানায়, ত্রাণ সামগ্রির মধ্যে বেশিরভাগ সাহায্য এসেছে চট্টগ্রামের টায়ার ব্যবসায়ীদের কাছ থেকে। তবে আমাদেরকে বেশ কিছু ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন চট্টগ্রামের সাবেক এক সংসদ সদস্যের সন্তান। পাশাপাশি ইউএসটিসি ও ইস্পাহানি স্কুলের ক্লাস এইটের কিছু ছাত্র আমাদের ত্রাণ কার্যক্রমে শরিক হয়েছে।###