সংবাদমাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী বলেন, আপনার মন খুলে আমাদের সমালোচনা করুন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোন বাধা ছাড়া নির্বিঘ্নে চলতে পারে তার জন্য মিডিয়া কমিশন করা হবে। তিনি গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যের ভাষণে এসব কথা বলেন।
বিগত এক মাসে কিছু অর্জন প্রসঙ্গে ড.ইউনূস জানান, মাঠ প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব এবং জবাবদিহি মূলকভাবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসনকে নতুন ভাবে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসের কঠিনতম কাজ। নতুন করে জনপ্রশাসনকে দাঁড় করাই ছিল আমাদের অনেক বড় অর্জন।
জুলাই এর গণঅভ্যুত্থানের সপক্ষে প্রবাসে মিছিল ও সমাবেশের অভিযোগে আরব আমিরাতের ৫৭জন প্রবাসী বাংলাদেশীদের ক্ষমা প্রদর্শনের বিরল ঘটনা জন্য প্রধান উপদেষ্টা আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।###