দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আমরা ভারত সহ অন্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক চাই তবে সে সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। তিনি সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবেন বলে জানান।
গতকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূস আরো বলেন, আমরা সবাই সংস্কার চাই। শুধু অনুরোধ, আমাদের ওপর সংস্কারের গুরু দায়িত্ব চাপিয়ে আপনারা দর্শকদের গ্যালারিতে বসে থাকবেন না । জাতির সংস্কার শুধুই সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংস্কার শুরু করুন। যে, যে পেশা সহ অবস্থানে আছেন সেখানে সংস্কার আনুন। সবাই মিলে সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুন ভাবে যাত্রা শুরু করতে চাই। পৃথিবীর সম্মানী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই এখন আমাদের মূল লক্ষ্য।
আমাদের কাজ বড়ই কঠিন। কিন্তু জাতি হিসেবে ব্যর্থ হওয়ার কোন অবকাশ নেই। আমাদেরকে সফল হতেই হবে। আমাদের কাজ হবে সবার স্বপ্ন বাস্তবায়ন করা।
সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য হলো সবার সমান অধিকার নিশ্চিত করা। হতে পারে সে ঝাড়ুদার? অথবা ছাত্র-শিক্ষক কিংবা যেই কোনো ধর্মের । সবাইকে নিয়ে এক সাথে অধিকার আদায় হলো সংস্কারের মূল লক্ষ্য।
আলোচিত গুম প্রসঙ্গে তিনি বলেন, গুমের সংস্কৃতি বন্ধ এবং ভবিষ্যতে গুম থেকে সবাইকে সুরক্ষা দেয়ার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদের স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ করা হয়েছে। অতীতের সকল গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হবে।####