শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদUncategorizedঅর্ধশতাধিক বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্যের ব্যবহার সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে...

অর্ধশতাধিক বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্যের ব্যবহার সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে—ড. মুহাম্মদ ইউনূস

মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময়ে হার স্থিতিশীল রাখার লক্ষ্যে  বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। এবং পাইপ লাইনে থাকা ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় জরুরী কিছু পণ্যের দাম কমানোর জন্য শুল্ক কামানো হয়েছে এবং নিন্ম আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত  মূল্যে কিছু পণ্য সরবরাহ করা হচ্ছে বলে প্রধান উপদেষ্টা আরো জানান, আমাদের সন্তানদের জন্য একটা গণতান্ত্রিক রূপরেখা তৈরির জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।আর যেন কোন স্বৈরশাসনে পড়তে না হয়। সেজন্য কাজ আমরা করছি।  কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এসব অবৈধ কর্মকান্ডের জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

নতুন বাংলাদেশকে পরিবেশবান্ধব ও জীববৈচিত্র্যময় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তার সূচনা হিসাবে তিনি তার বাসভবন এবং সমগ্র সচিবালয়কে প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ করেন উল্লেখ করে বলেন, সুপারশপে  পলিথিনের ব্যাপারে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ