জলবায়ু পরিবর্তনে পরিবেশ নীতির আলোকে ও শরৎ ও শীতকালে বাতাসের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে চায়না বিদ্যুৎ উৎপাদন সীমিত করেছে। সেপ্টেম্বর থেকে চায়নায় বিভিন্ন কারখানায় বিদ্যুৎ রেশনিং করা হচ্ছে। বিদ্যুৎ ঘাটতির কারণে চায়নার টায়ার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে। ২০টির ও বেশী টায়ার উৎপাদন কারখানা বিদ্যুৎ রেশনিং নীতির মধ্যে পড়েছে।এতে এসব কারখানায় টায়ার উৎপাদন অর্ধেক নেমে এসেছে। এই পরিস্থিতিতে এই টায়ার উৎপাদন কোম্পানিগুলোকে বাধ্য হয়ে তাদের টায়ারের মূল্য বৃদ্ধি করতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।