শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার বাজারনির্বাচনের জন্য কমিশন গঠন করছে চট্টগ্রাম টায়ার-টিউব ইম্পোটার্স এন্ড ডিলার্স গ্রুপ

নির্বাচনের জন্য কমিশন গঠন করছে চট্টগ্রাম টায়ার-টিউব ইম্পোটার্স এন্ড ডিলার্স গ্রুপ

চট্টগ্রাম টায়ার-টিউব ইম্পোটার্স এন্ড ডিলার্স গ্রুপের
২০২০-২০২১ইং দ্বিবার্ষীক নির্বাচন অনুষ্ঠানের জন্য, মেসার্স এস এন মোটরসের  বিধান রায় বিশ্বাসকে  প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

গত ১৩ নভেম্বর  গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচনে,  সহকারি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন, এম মাহমুদ এন্ড কোং-এর শাহ মোস্তফা মাহমুদ, বি এল মোটরসের মোঃ ফেরদৌস কবির চৌধুরী, রা-রা বিজনেস সিন্ডিকেটের মোস্তফা গোলাম ফারুক ভূঁইয়া, প্যাসিফিক অটোমোবাইলের আ ন ম যোবায়ের নোমান এবং
সোনালী এন্টারপ্রাইজের শওকত হায়দার চৌধুরী রাসেল।

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে  সহযোগিতা করার জন্য গ্রুপের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ