শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার উৎপাদনঅ্যাপোলো টায়ারের নিট মুনাফা কমেছে

অ্যাপোলো টায়ারের নিট মুনাফা কমেছে

অ্যাপোলো টায়ার গতকাল বৃহস্পতিবার (১২মে) এক প্রস রিলিজ মাধ্যমে জানিয়েছে যে, ৩১শে মার্চ, ২০২২-এ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে তারা নিট মুনাফা ৬০.৬% কমেছে। যা ২শত ৮৭ কোটির টাকার নিট মুনাফা স্থলে কোম্পানির INR ১শত১৩ কোটি হয়েছে৷ তবে অপারেশন থেকে এর আয়, FY22 এর Q4 তে INR ৫ হাজার ২৬ কোটির তুলনায় ১১% বৃদ্ধি পেয়ে ৫ হাজার৫শত ৭৮ কোটি টাকা হয়েছে।

অ্যাপোলো টায়ারের চেয়ারম্যানের ওঙ্কার কানওয়ার মতে , FY22-এ ইনপুট খরচের অভূতপূর্ব বৃদ্ধি, অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিভিন্ন পণ্য বিভাগে একাধিক দফা মূল্য সংশোধন করা সত্ত্বেও কোম্পানির মার্জিনে প্রভাব ফেলেছে। ইউরোপীয় অপারেশনগুলির জোরালো চাহিদা, বিশেষ করে চতুর্থ ত্রৈমাসিকে এবং ভারতের বাইরে রপ্তানি বৃদ্ধির ফলে রাজস্ব বৃদ্ধিতে অবদান রেখেছ ৷ আমাদের জন্য সিলভার লাইনিং হল ভারতে সাম্প্রতিক চাহিদা, বিশেষ করে সিভি সেগমেন্টে কথা উল্লেখ করেন।

পর্যালোচনাধীন ত্রৈমাসিকের জন্য, কোম্পানির পরিচালন মুনাফা ছিল INR ৬শ২৬কোটি, যেখানে INR ৮শ১৫ কোটি ছিল। ২০২১ – ২০২২ আর্থিক বছরে, কোম্পানির আয় ২০% বেড়ে ২০ হাজার ৯শ ৪৮কোটি টাকায় হয়েছে, যা FY21-এ ১৭ হাজার ৩শ ৯৭ কোটি টাকা ছিল। কোম্পানির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ৫শ৭৫ কোটি টাকা।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ