“winning against odds” অথাৎ “প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী” হওয়ার স্লোগান নিয়ে সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপোলো টায়ারস এবং ইফাদ মটরস লিমিটেড এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব ডিলার সম্মেলন।
আনন্দঘন পরিবেশে প্রায় ছয় ঘণ্টা ব্যাপি অ্যাপোলো টায়ারস, ইফাদ মটরস লি: ও সারাদেশের অ্যাপোলো টায়ারসের ডিলারদের মধ্যে চলেছে স্বতঃস্ফূর্ত এক মিলন মেলা।
“স্বপ্ন দেখাই সাফল্যের প্রথম পথ” এর স্পন্দনে পুরো অনুষ্ঠান ছিল মনমুগ্ধকর। নান্দনিক উপস্থাপনায় বিজনেস সেশান, এওয়ার্ড, রিকগনেশন ও সুরের মুর্ছনায় ভরা জমকালো কালচারাল নাইটে সবাইকে বেঁধে রেখেছিল একসুতোয় গেঁথে।
নতুনত্বের মাধ্যমে চমকপ্রদক স্যান্ড আর্ট প্রদর্শনী, মিরাক্কেল তারকা শওনের মন মাতানো সবলিল কমেডি পারফরমেন্স, জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীরের সুরের মূর্ছনায় বিমোহিত করে তোলে পুরো অনুষ্ঠানকে। সরব স্রোতারা নেচে গেয়ে তাদের প্রিয় শিল্পীর সাথে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
বিজনেস সেশনে তারুণ্যের মত সদা গতিশীল দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ ইফাদ মটরস লিমিটেডের সুদর্শন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব তাসকিন আহমেদ-ইফাদ মটরস, অ্যাপোলো টায়ারস ও সম্মানিত ডিলাররা মিলে সাফল্যের সাথে গত এক বছর অতিক্রম করায়, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিগত বছরের অর্জন ও চলতি বছরের সম্ভাবনা এবং বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দিক নির্দেশনা তিনি ডিলারদের কাছে বিস্তারিত ভাবে তুলে ধরেন।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন ডিলারদের মধ্যে এগিয়ে যাওয়াদের সম্মানিত করতে অতি মূল্যবান উপহার সামগ্রী বিতরণ হয়।
ডিলার সম্মেলনে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইফাদ মটরস লিমিটেডের সি ও ও জনাব কওশিক সরকার, হেড অফ বিজনেস অপারেশন জনাব মুয়ীদুর রহমান তানভীর, ন্যাশেনাল সেলস ম্যানেজার এবং ডিলার অপারেশন জনাব শামিম হায়দার, বিজনেস ডেভেলপমেন্ট টেকনিক্যাল ম্যানেজার জনাব মঞ্জুরুল করিম। এবং
অ্যাপোলো টায়ারস লিমিটেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ভাইস প্রেসিডেন্ট, সেলস এবং সারভিছ, ইন্ডিয়া, সার্ক এবং ওশেনিয়া জনাব রাজেশ ধাইয়া। হেড সেলস সার্ক জনাব রাজেশ উদয় কুমার, বাংলাদেশ অ্যাপোলো টায়ার লিমিটেডের কান্ট্রি হেড জনাব শান্তনু দত্ত এবং ওশেনিয়া গ্রুপ ম্যানেজার ইন্টারন্যাশেনাল সেলস জনাব আরিফুল কারিম প্রমুখ।###