শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার উৎপাদনমার্কিন সুদের হার বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চীন সহ বিশ্বে বাজারে জ্বালানির...

মার্কিন সুদের হার বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চীন সহ বিশ্বে বাজারে জ্বালানির চাহিদা কমে যাওয়া এবং ইরানের তেল বিশ্বে বাজারে ফিরে আসার আশঙ্কায় বিশ্ব বাজারে তেলের দাম কমেছে।।

মাহবুব রশীদ।।

মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমনাত্মক সুদের হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চীন সহ বিশ্বে বাজারে জ্বালানির চাহিদা কমে যাওয়া এবং ইরানের তেল বৈশ্বিক বাজারে ফিরে আসার আশঙ্কায় “অস্থির বাণিজ্যের” কারণে সোমবার বিশ্বে বাজারে তেলের দাম কমেছে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) আগামী সেপ্টেম্বরে ডেলিভারির জন্য অপরিশোধিত ফিউচার সোমবারের বাজারে, ১.১২ মার্কিন ডলার অর্থাৎ ১.২% কমে প্রতি ব্যারেল ৮৯.৬৫ বিক্রি হয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় এবং চাহিদার কমার আশঙ্কায় পুরো সপ্তাহের জন্য প্রায় ১.৫ % কমেছে।

এদিকে, মার্কিন ডলার সূচক সোমবার পাঁচ সপ্তাহের উচ্চতায় পৌঁছেছে। একটি শক্তিশালী মার্কিন মুদ্রা সাধারণত বাজারের জন্য খারাপ বার্তা দেয় কারণ বিশ্বের বেশিরভাগ তেল বাণিজ্য মার্কিন ডলারে পরিচালিত হয়।

এছাড়া রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট থমাস বারকিন গত শুক্রবার বলেছেন, আগামী ২০-২১শে সেপ্টেম্বর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারনী সভায় সুদের হার বৃদ্ধির অনুমোদন দেয়া হতে পারে বলে জানানো হয় ।

অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনে জ্বালানির চাহিদা অনেকটাই কমে গেছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান গত সপ্তাহে বাড়ি, অফিস এবং মলে বিদ্যুৎ সরবরাহ সীমিত করতে শুরু করেছে কারণ চরম তাপ এবং খরায় তীব্র বিদ্যুতের সংকটের কারনে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি চীনের সামগ্রিক অপরিশোধিত তেলের চাহিদা কোভিড-১৯ এবং ধীরগতির অর্থনীতির কারণে হ্রাস পেয়েছে। তাছাড়া রাশিয়া থেকে চীনের অপরিশোধিত তেল আমদানি এক বছরের আগের চেয়ে গত মে মাসে রেকর্ড পর্যায়ে ৫৫% বেড়েছে এবং চীন শুধু গত মাসেই দুই লাখ ৬০ হাজার টন ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। উল্লেখ্য চীন এই অপরিশোধিত তেল সৌদি আরবসহ অন্য উৎস থেকে ইতিপূর্বে আমদানি করত।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেতারা ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে বলে হোয়াইট হাউস রবিবার আবগত করেছে। যদিও এ ব্যাপারে তারা বিস্তারিত কিছুই বলেনি। তবে এই প্রক্রিয়ার ইরানের নিষেধাজ্ঞাযুক্ত তেলকে বৈশ্বিক বাজারে ফিরে আসার অনুমতি দিতে পারে বলে অনেকেই মনে করছে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ