শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার উৎপাদনজে কে টায়ারস তাদের "এইচআর" সুধাংসু পাঠককে ভিপি পদে পদোন্নতি দিয়েছে ।৷

জে কে টায়ারস তাদের “এইচআর” সুধাংসু পাঠককে ভিপি পদে পদোন্নতি দিয়েছে ।৷

জে কে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হেড এইচআর এবং ওডি জনাব সুধাংশু পাঠককে ভাইস প্রেসিডেন্ট- হিউম্যান রিসোর্স হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে জেকে গ্রুপের সাথে আছেন।

সুধাংশু, একজন এইচআর লিডার, সংগঠনের উন্নয়ন এবং নেতৃত্ব প্রদানকারী একজন নিবেদিতপ্রাণ। তার ভারতে এবং সারা বিশ্বে সাধারণ এবং কৌশলগত এইচআর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ২৫ বছরের বেশি কর্পোরেট অভিজ্ঞতা সম্পন্ন।

উল্লখ্য, সুধাংশু পাঠক দিল্লি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ অনুষদ থেকে পিএইচ.ডি করেছেন। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর থেকে তার এম টেক, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট করেছেন।######

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ