শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার উৎপাদনটায়ার বাস্ট হওয়ার নিহত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সোয়া কোটি রুপি পরিশোধের নির্দেশ...

টায়ার বাস্ট হওয়ার নিহত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সোয়া কোটি রুপি পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।।

গাড়ির টায়ার বাস্ট হয়ে যাওয়ার কারণে নিহত ব্যক্তির ক্ষতিপূরণ বাবদ একটি বীমা কোম্পানিকে সোয়া কোটি রূপি দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট । ইসুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় হাইকোর্ট টায়ার ফেটে যাওয়াকে ‘ঈশ্বরের কাজ’ বলা যাবে না উল্লেখ করে বলেন, এটি মানুষের অবহেলার কাজ।

২০১০ সালের ২৫ অক্টোবর মকরন্দ পাটবর্ধন তার দুই সহকর্মীর সাথে পুনে থেকে মুম্বাই যাচ্ছিলেন। তখন পিছনের গাড়ির টায়ার ফেটে গাড়িটি গভীর খাদে পড়ে যায়, এতে পাটবর্ধনের মৃত্যু হয়।

মোটর অ্যাকসিডেন্ট ক্লেইমস ট্রাইব্যুনাল, পুনে, বীমা কোম্পানিকে নিহতের পরিবারকে ৯% সুদের সঙ্গে ১কোটি ২৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মামলাটি দীর্ঘদিন চলার পর সম্প্রতি এক রায়ে হাইকোর্ট এই নির্দেশ দেন।

মামলায় নিউ ইন্ডিয়া ইনসুরেন্স ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে, এই বলে যে, টায়ার ফেটে যাওয়ার ঘটনাটি ঈশ্বরের কাজ এবং চালকের অবহেলার ফল নয়।

বোম্বে হাইকোর্ট বীমা কোম্পানির দেওয়া যুক্তি খারিজ করেছে। আদালত বলেছে যে ‘ঈশ্বরের ক্রিয়া’-এর অর্থ হ’ল অপারেশনে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির উদাহরণ।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ