শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদটায়ার সংবাদগুডইয়ার ইন্ডিয়ার মুনাফায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।।

গুডইয়ার ইন্ডিয়ার মুনাফায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।।

বেঙ্গালুরু, মে ২৯।। টায়ারের কাঁচামালের দাম কমে যাওয়া এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে গুডইয়ার ইন্ডিয়ার ত্রৈমাসিকের মুনাফায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ৩১মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা বেড়ে ৩৩৬.১ মিলিয়ন রুপি ($৪.১ মিলিয়ন) হয়েছে, যা এক বছর আগে ছিল ১৭৩.৯ মিলিয়ন রুপি।

গুডইয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ মহাজন বলেছেন, ” সেগমেন্টে ভালো চাহিদার কারণে প্রবৃদ্ধি বাড়ছে। কাঁচামালের খরচ কমে যাওয়া, এই ত্রৈমাসিকে উচ্চ মুনাফা অর্জন সাধিত হয়েছে।গুডইয়ার টায়ার অ্যান্ড রাবার কোম্পানির ভারতীয় ইউনিট বলেছে, অপারেশন থেকে রাজস্ব বেড়েছে । তেমনি ব্যবহৃত সামগ্রীক খরচও ৫.৪% কমেছে।

উল্লেখ্য ভারতের টায়ার কোম্পানিগুলোর মধ্যে জেকে টায়ার, অ্যাপোলো টায়ার, সিয়েট টায়ার এবং এমআরএফ লিমিটেডর মুনাফাও ত্রৈমাসিকে দুই থেকে চার গুণের মধ্যে বেড়েছে৷

এদিকে গুডইয়ার ৩১ মার্চ সমাপ্ত ত্রৈমাসিক হিসাবের কারণে আর্থিক বছরে শেয়ার প্রতি ২৬.৫ রুপি চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেছে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ