শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদসভা-সমিতিপ্রত্যাশার বিপুল চাপ নিয়ে চমেসাসের নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে নাঈম-মাহমুদ পরিষদ

প্রত্যাশার বিপুল চাপ নিয়ে চমেসাসের নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে নাঈম-মাহমুদ পরিষদ

প্রত্যাশার বিপুল চাপ নিয়ে চমেসাসের নির্বাচনে নাঈম-মাহমুদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) দিনভর নগরীর নুর আহমদ সড়কস্থ সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চমেসাস) ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

চমেসাসের সদস্যদের মাঝে দীর্ঘদিনের বিবাদের জেরে চট্টগ্রাম জেলা সমবায় সংগঠনটির দায়িত্ব পায়। শনিবারের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আবারও চমেসাস সেই নেতৃত্ব ফিরে পায়।

এবারের নির্বাচন প্রক্রিয়ায় বিবদমান দুই পক্ষের নেতৃত্ব অতীতের মান অভিমান ভুলে একসাথে কাজ করার অঙ্গীকারকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে সাধারণ ভোটারা । যার প্রতিফলন নির্বাচনী ফলাফলের মধ্যে পড়েছে বলে অনেকেই মনে করছে।

তবে সিএমইউজের অনেক সদস্য সহ চমেসাসের আগের সব সদস্য নবায়নকৃত চমেসাসের তালিকায় সদস্য হতে না পারা, দীর্ঘ দিনের ঝুলে থাকা কল্পোলেক প্রকল্পে জটিলতা নিরোসন, নতুন প্রকল্প সৃষ্টির মাধ্যমে আন্যানদের জন্য আবাসন প্রকল্পের ব্যবস্থা করণ, দীর্ঘদিনের বিবাদের কারণে ত্যাক্ত-বিরক্ত, মুখ ফিরিয়ে নেয়া প্রবীণ সদস্যদের আবারও সংগঠনের মুল স্রোতে ফিরিয়ে আনা সহ বর্তমান প্রতিকূল পরিবেশে নবনির্বাচিত কমিটির সবাই এক থেকে এই সব প্রত্যাশার চাপ কতটুকু মোকাবেলা করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

এবার নির্বাচনে হঠাৎ করেই সভাপতি পদে সাবেক সেক্রটারীর নির্বাচনে অংশ নিয়ে চমক সৃষ্টি করেছে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বি চার তরুণ প্রার্থীর নির্বাচনী প্রচারণা এবং বক্তব্য সবার মাঝে বেশ সাড়া ফেলেছে।

আলোচিত এই নির্বাচনে মুস্তফা নাঈম সভাপতি ও আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পাশাপাশি সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ পথে মোঃ মাহবুবুর রহমান এবং সদস্য পদে সাইফুল ইসলাম শিল্পী ও এস এম জাহিদুল হক নির্বাচিত হন।##

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ