বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচনের ফলাফল আপিল বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তির হয়েছে। নির্বাচনের পাঁচ দিন পর গত শনিবার “সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের “হাজী মোবারক আলীকে সভাপতি এবং হাজী মোঃ আসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ জুনের নির্বাচনে “সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ” নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে।২৫ টি পদের মধ্যে তারা ২২ টি পদে জয় লাভ করছে। অন্যদিকে গণতান্ত্রিক ব্যবসায়ীক ঐক্য পরিষদ ৩ পদে জয়লাভ করে।
তবে নির্বাচন ফলাফলের বিরুদ্ধে কয়েকজন সদস্য আপিল করলে গত শনিবার আপিল বোর্ড অভিযোগ গুলো নামঞ্জুর করে দেন। এর পর ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির নির্বাচনে হাজী মোবারক আলী ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দী হাজী মোহাম্মদুর রহমান পেয়েছে ৯ ভোট অন্য দুইজন সদস্য ভোট দানে বিরত ছিলেন। এরপর আলোচনার মাধ্যমে সর্বসম্মতভাবে সিনিয়র সহ সভাপতি, তিন জন সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সম্পাদক মন্ডলীর পদগুলো প্রদান করা হয়।
১৯৭৩ সালে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠার পর প্রথম দিকে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হতো। গত ৬ মেয়াদ মানে ১২ বছর ধরে (করোনা কালীন মেয়াদ ছাড়া) নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি গঠন করে আসছে। তবে, ঢাকা ও চট্টগ্রাম ভোটার সংখ্যা অন্যান্য জেলা থেকে বেশি থাকা, এই দুটি স্থানের নেতৃবৃন্দরা সাংগঠনিক ভাবে দক্ষ এবং যোগ্য হওয়ায় সভাপতি পদটি চট্টগ্রাম থেকে এবং সাধারণ সম্পাদক পদটি ঢাকা থেকে গ্রহণের যে রেজওয়ান চলে আসছে এবার তার ব্যতিক্রমী ঘটেছে। এবার সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনেই ঢাকার মধ্য পড়েছে। প্রতিবার কমিটির ভোট প্রকাশ্যে হলোও এবার ভোট হয়েছে গোপনে। এ নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ।
এদিকে ৪ঠা জুনের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে কয়েকজন সদস্য “নির্বাচনী আপিল বোর্ডে” ৬ জুন আভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা- সিলেট সার্কেলে ৪টি মৃত ভোট এবং দুইজন ভোটার দেশের বাইরে অবস্থান সত্ত্বেও তাদের ভোট দেয়া হয়েছে অভিযোগের পাশাপাশি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার দেয়ার পরও শতাধিক নতুন ভোটারের অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
সদস্যদের আনিত অভিযোগের প্রেক্ষিতে আপিল শুনানীতে আপিল বোর্ডের ৩জন সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে দিয়েছে যে, “প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সকল পক্ষগণ ফলাফল মেনে নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে স্বাক্ষর করেছেন।বিশেষ করে সিলেট সার্কেল সহ সকল সার্কেলের ভোট গ্রহণের পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে মর্মে স্বাক্ষর করে ফলাফল মেনে নিয়েছেন”। “আপত্তিকৃত ভোটারদের বিষয়ে তফসিলে বর্ণিত সময়ে যেহেতু আপিল দায়ের করা হয়নি, তাই সার্বিক দিক বিবেচনায় এই আপিল আভিযোগ নামঞ্জুর করা হলো”।
এ বিষয়ে মতামত জানতে চাইলে নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক এই প্রতিবেদককে বলেন, আমাদের যা কিছু বলার আমরা আপিল বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাই এই বিষয়ে নতুন করে আর কিছুই বলার নেই।
অন্যদিকে অভিযোগ দায়েরকারী সদস্যারা- নিজেদের মধ্য আলাপ-আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন।
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ এর নির্বাচিত ২৫ (পঁচিশ) জন কর্মকর্তা সদস্যরা হলেন, সভাপতি-হাজী মোবারক আলী, সিনিয়র সহ সভাপতি-মোঃ আমজাদ হোসেন খাঁন, সহ সভাপতি-হাজী মোঃ মুজাহিদ, সহ সভাপতি-আব্দুল কাদির সিকদার, সহ সভাপতি-মোঃ রেজওয়ান লিটন, সাধারণ সম্পাদক-হাজী মোঃ আসলাম, যুগ্ম সম্পাদক-হাজী মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ-মোঃ দানিসুজ্জামান,সহ সাধারণ সম্পাদক-মোঃ মোস্তাহিদ খান আরাফি,সাংগঠনিক সম্পাদক-দীপক সাহা দীপু, দপ্তর সম্পাদক-মোঃ আব্দুল মালেক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক-আকতারুজ্জামান রনি, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- হাজী মোহাম্মদুর রহমান,মনিরুল হাসান সেলিম, মোঃ রবিউল আলম মজুমদার (রুবেল), মোহাম্মদ কুদ্দুছ মিয়া,হাজী সালেহ আহাম্মদ, মোঃ সাজ্জাদুর রহমান (সবুজ), আব্দুল হাফিজ, মোঃ ইউসুফ চৌধুরী, মোঃ আমজাদ খান, মোঃ আরশাদ,মোঃ আব্দুল হামিদ (আপেল), কাজী ইমরান এফ রহমান ও মোঃ কবির আহমেদ। ###