শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদসভা-সমিতিমুসলিম হাইস্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রানের মিলনমেলায়

মুসলিম হাইস্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রানের মিলনমেলায়

গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের একশ পনের বছরের পুরানো ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে “ঘূর্ণিঝড় মিধিলি’র ঝড়ো হওয়ার মাঝে” অনুষ্ঠিত এই মিলনমেলায় সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল চত্বর। 

চট্টগ্রামের কোতোয়ালী থানা এবং লালদিঘির মধ্যবর্তী এলাকার আব্দুর রহমান সড়কস্থ  চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনের রাস্তার পূর্ব পাশে ৩.৭২ একর জমির উপরে অবস্থিত বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে সবাই মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের হারানো শৈশবকে।

দানবীর হাজী মুহাম্মদ মহসিনের অর্থিক অবদানে প্রতিষ্ঠিত চট্টগ্রাম গভর্ণমেন্ট মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগের হিসেবে ১৯০৯ সালে প্রতিষ্ঠিত স্কুলের সাবেক শিক্ষার্থীরা অনেক বছর পর পুরানো বন্ধুদের এক সাথে পেয়ে মুছে ফেলেছেন কর্মজীবনের সব ক্লান্তি । পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করার প্রয়াসে  সবাই ছিলো বিভোর। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। বয়সের সব ভেদাভেদ ভুলে সবাই হয়ে উঠেছেন স্কুলের ছাত্র রূপে।

বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (এভিওনিক্স) সৈয়দ মোঃ নুরুল মুর্তজা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঢাকা থেকে এসে বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি। এখানে যেন সবাই স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায় দাঁড়িয়ে শুধু অতীতকে খুঁজছে।

গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পূর্ণমিলনী অনুষ্ঠানটি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহবায়ক জামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

গুণীজন সংবর্ধনায় স্কুলের প্রাক্তন সতীর্থ ডঃ মইনুল ইসলাম মাহমুদ, ডা: প্রফেসর গোফরানুল হক, ডা: প্রফেসর ইমরান বিন ইউনুস, ওস্তাদ আজিজুল ইসলাম, শব্দ সৈনিক ফজল হোসেন, সফল শিল্প উদ্যোক্তা নাদের খান ও আমজাদুল ফেরদৌস চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং প্রাক্তন মেয়র আ জ ম নাছির উদ্দিন , ওয়াহিদুল আলম চৌধুরী, আব্দুর রউফ খালেদ, প্রফেসর সিকান্দর খান, প্রফেসর সালেহ জহুর, ডঃ আবুল বাশার মোঃ ফখরুজ্জামান (জেলা প্রশাসক ) ও ইশতিয়াক হোসেন তসলিমকে গুণীজন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২২ সালের A+ প্রাপ্ত ৪৪০ জন এবং ২০২৩ সালের A+ প্রাপ্ত ৩৩০ জন মোট ৭৭০ জনকে কৃতি ছাত্র সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয় । চলতি বছর শতভাগ পাস এবং A+ এ তৃতীয় স্থান অধিকার করায় স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদেরকে অভিনন্দন জানানো হয়।

এছাড়া সমিতির প্রাক্তন সভাপতি লায়ন এম শামসুল হককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং প্রধান শিক্ষক মমতাজ বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা সহ প্রকৌশলী মনিরুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

সভায় অন্যান্য মধ্য বক্তব্য রাখেন মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ বেগম, যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সংবর্ধিত শিক্ষার্থী মাঝে ছিলেন আবদুল্লাহ আল দাউদ ও মেরাজুল ইসলাম।

আনন্দঘন মিলনমেলায় সমিতির সদস্য ইউসুফ হোসেন ভূঁইয়ার প্রাণবন্ত সঞ্চালনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সহ আমন্ত্রিত অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সমিতির অন্যতম সদস্য তারিকুল ইসলাম সেন্টু, সাইফুদ্দিন মুন্না সহ নির্বাহী কমিটির সবাই ছিলেন বেশ তাৎপর। পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের ৭৫০ জন নবীন প্রবীণ শিক্ষার্থীরা স্বস্ত্রীক অংশ নেয়। পূর্ণমিলনী অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে শেষ হয়।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ