শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদUncategorizedগাজায় পারমাণবিক বোমা হামলার হুমকি

গাজায় পারমাণবিক বোমা হামলার হুমকি

গাজায় পারমাণবিক বোমা হামলার হুমকির মাধ্যমে ইসরায়েলর কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করায় মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গাজায় “পারমাণবিক বোমা” হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। তিনি রবিবার রেডিও সাক্ষাৎকারে এ কথা বলেন বলে দৈনিক টাইমস অফ ইসরায়েল জানায়। মন্ত্রী পর্যায়ে ইসরায়েলর কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করায় আরব লীগ এই মন্তব্যের নিন্দা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এটিকে আপত্তিকর বক্তব্য হিসাবে অভিহিত করেছে। অন্যদিকে “এলিয়াহুর বক্তব্য “বাস্তবে ভিত্তিক নয়” মন্তব্য করে ইসরায়েলি এই মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছেন নেতানিয়াহু সরকার ।

অতি-ডানপন্থী ওতজমা ইহুদি দলের একজন ইসরায়েলী মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন যে “গাজা যুদ্ধে ইসরায়েলের বিকল্পগুলির মধ্যে একটি হল স্ট্রিপে পারমাণবিক বোমা ফেলা। যারা ফিলিস্তিনি বা হামাসের পতাকা নেড়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। তিনি গাজায় যে কোনও মানবিক সহায়তার অনুমতি দেওয়ার বিষয়ে তার আপত্তি জানিয়ে বলেন,ফিলিস্তিনি জনগণকে “আয়ারল্যান্ড বা মরুভূমিতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এদিকে গাজায় পারমাণবিক বোমা” হামলার হুমকির বিষয়ে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছে হামাস। তাদের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলু দ্বারা বলেন, এই হুমকি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে জায়নবাদী সন্ত্রাসবাদের প্রতিফলিত।ইসলামিক জিহাদও অপর এক বিবৃতিতে বলেছে যে, “ইসরায়েলের মন্ত্রী যা বলেছে, ইসরায়েল ধীরে ধীরে তাই করছে।

উইকিপেডিয়া তথ্য মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ ৬০ থেকে ৪০০ পর্যন্ত থাকতে পারে । নিউট্রন বোমা, কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং স্যুটকেস পরমাণু সহ ইসরায়েলের বিভিন্ন সিস্টেমের বিস্তৃত পরিসর রয়েছে বলে জানা গেছে। নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র তৈরি করবে বলে মনে করা হয়।তবে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ইসরায়েলের অস্পষ্টতার একটি আনুষ্ঠানিক নীতি রয়েছে। ইসরায়েল কখনই পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ