শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকবন্যা-ভূমিধসে হাইতিতে অন্তত ৪২ জনের মৃত্যু

বন্যা-ভূমিধসে হাইতিতে অন্তত ৪২ জনের মৃত্যু

হাইতিতে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪২ জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা আরও বাড়বে। এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির জনসুরক্ষা বিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি পরিচালনার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। খবর সিএনএনের

জাতিসংঘ বলছে, ভারী বৃষ্টিতে ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ।

হেনরি বলেন, বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, খাবার পানি ও ওষুধ দরকার।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ