শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদবৈদেশিক মুদ্রামার্কিন ডলারের পরিবর্তে রুপিতে লেনদেনের জন্য আসছে ডেবিট কার্ড ‘টাকা পে’।।

মার্কিন ডলারের পরিবর্তে রুপিতে লেনদেনের জন্য আসছে ডেবিট কার্ড ‘টাকা পে’।।

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ পিপাসুদের জন্য মার্কিন ডলার পরিবর্তে রুপিতে লেনদেনের করার জন্য ‘টাকা পে’ নামে একটি ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণকারীদের বিনিময় হারজনিত লোকসানে এড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গত রোববার নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব তথ্য জানান।

আগস্টের মধ্যে চালু হতে যাওয়া কেন্দ্রীয় ব্যাংকের এই ডেবিট কার্ড প্রসঙ্গেগভর্নর আরো বলেন, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এ জন্য মার্কিন ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রূপান্তর করতে হয়। এতে ভ্রমণকারীকে প্রায়ই বিনিময় হারজনিত লোকসানে পড়তে হয়। এই অবস্থা থেকে উত্তরণে শিগগিরই ‘টাকা পে’ নামে ডেবিট কার্ড আনছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই কার্ড ইস্যু করবে। এই কার্ডে সরাসরি রুপি নিয়ে ভারতে গিয়ে খরচ করা যাবে। এতে করে আর বিনিময় হারজনিত লোকসান হবে না। এই ডেবিট কার্ডধারীরা ভারতের পাশাপাশি বাংলাদেশেও এটি দিয়ে পেমেন্ট করতে পারবেন।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান । শুরুতে মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ