বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা জানানোর লক্ষ্য মানবিক কাজের স্বনামধন্য প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস লিমিটেড ১১মে (রোববার) দুপুরে রাজধানীর শাহবাগস্থ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড (২০২৩-২৪) এর আয়োজন করে।
গত একুশ বছর ধরে সবার অতি আবেগের স্থান অলংকৃত করা “মা”দের সম্মানিত করতে ‘রত্নগর্ভা মা’ পদক দিচ্ছেন ভিউ কার্ডের জনক আজাদ প্রোডাক্টস লি.। এ বছর মোট ৩৫ জন মা’কে ‘রত্নগর্ভা সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা দেয়া হয় একজন বাবাকে।
আজাদ প্রোডাক্টস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এছাড়াও বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত, সবুর খান প্রমুখ।
অসুস্থতার কারণে “রত্নগর্ভা” সম্মাননায় ভূষিত বিবি মরিয়ম আমেরিকায় তার ছোট মেয়ের কাছে অবস্থান করায়, তারই বড় মেয়ে পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার আকলিমা আক্তার ও তার বড় ছেলে-আব্দুল্লাহ আল মামুনসহ পরিবারের সদস্যরা মায়ের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আব্দুর রবের বিধবা কন্যা “রত্নগর্ভা” বিবি মরিয়মের রয়েছে দীর্ঘ সংগ্রামী ইতিহাস। বিশিষ্ট শিক্ষাবিদ স্বামী আব্দুল হাই আলমগীরের অকাল মৃত্যুর পর তাকে একাই সংসারের হাল ধরতে হয়। দীর্ঘ সংগ্রামের পর চার সন্তান আজ সমাজের স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
বিবি মরিয়মের সন্তানের মধ্যে বড় মেয়ে-আকলিমা আক্তার ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডার। তিন-তিনটি মাস্টার্স ডিগ্রী অর্জনকারী ও দীর্ঘ প্রায় দুই বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার বিক্ষুব্ধ দেশ মালির মিনুসমায় বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘রত্নগর্ভা’র বড় ছেলে-আব্দুল্লাহ আল মামুন প্রথম শ্রেণীতে অনার্স-মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে বর্তমানে একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা। অন্যদিকে সফল এই জননীর ছোট মেয়ে-আয়েশা আক্তার সুমি অনার্স-মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে আমেরিকান সিটিজেন হিসেবে বর্তমানে পরিবার নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। মহীয়সী এই নারীর ছোট ছেলে-ডাক্তার আব্দুল্লাহ আল নোমান ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার। তিনি রেজিস্টার অফ মেডিসিন পদে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি এফসিপিএস পার্ট-১ পাশ করে দ্বিতীয় পার্টে অধ্যয়নরত। চার সন্তানকে প্রতিষ্ঠিত করে বিবি মরিয়ম আজ সফল জননী এবং রত্নগর্ভা মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উল্লেখ্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটস্থ লতিফপুর গ্রাম নিবাসী বিবি মরিয়মকে এর আগে ২০২৩ সালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নোয়াখালীর জেলা ও বেগমগঞ্জ উপজেলা পর্যায়ে সফল জননীর” নারী ক্যাটাগরী”তে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে রাষ্ট্রীয় সম্মানায় ভূষিত করা হয়। এ ছাড়া একই সময় ভিন্ন ক্যাটাগরীতে “শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী “সাফল নারী” হিসেবে তারই বড় মেয়ে আকলিমা আক্তারও সম্মাননা লাভ করেন। বেগম রোকেয়া দিবসে জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ভিন্ন ক্যাটাগরিতে একই সাথে মা ও মেয়ের সম্মাননা লাভ করা ছিল বিরল ঘটনা।
আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ অতিথিরা রত্নগর্ভা মা অ্যাওয়ার্ডে সম্মাননা প্রদান করেন। সাধারণ ক্যাটাগরিতে সম্মানিত মায়েরা হলেন: মারতুজা নুসরাত, মোছা. ফরিদা বেগম, রাশিদা বেগম, নাসিমা মান্নান চৌধুরী, বিবি মরিয়ম, রোকেয়া খানম, পিয়ারা বেগম, আফরোজা পারুল, রোকসানা আক্তার, হাসিনা আক্তার, বেগম সালেহা করিম, ফাতিমা নার্গিস, আঞ্জুমান আরা বেগম, সালমা আলম, মোছা. জোবেদা খানম, মোছা. রাজিয়া বেগম, মোছাম্মৎ মাহমুদা বেগম, কিশোয়ার জাহান, মোসা. ফাতেমা বেগম, সুরাইয়া চৌধুরী, রাবেয়া পারভীন বানু, আদরিনী সরকার, হাছিনা আক্তার, মনোয়ারা বেগম, এডভোকেট হালিমা আক্তার।
এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে ছিলেন: সাহানা সিরাজ, মোসা. মুসলিমা খানম রানা, স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, ফাতেমা আলম শাহানা, সাহানা আকতার চৌধুরী, অলকা ঘোষ, শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম, সৈয়দা দিলরুবা খানম। পাশাপাশি মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে আরেফিন বাদল সম্মাননা দেয়া হয়।###