আমেরিকার বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত তরুণ সদস্য নাঈম টুটুল বলেন, দুই যুগের বেশি সময় ধরে রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার হিসেবে আমার ব্যবসায়িক জীবন হলেও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টের বোর্ডের সদস্য হওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের অভিজ্ঞতা, নবীনদের তারন্যের উদ্দীপনার মাধ্যমে নতুন একটি মাইলফলক সৃষ্টি করে ট্রাস্টকে আমি এগিয়ে যাব।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউর রাঁধুনি রেস্তরায় বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে তার জন্য আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।
প্রবাসের ২৭ বছর জীবনের মধ্য আমার বেড়ে উঠা এ ব্রকলিনে। এখনও ঘুম থেকে উঠলে এই জনপদের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। আমি ব্যক্তিগতভাবে ক্রিস্টাল ক্রিয়ার প্রতিভ পাশাপাশি আপনাদের প্রচন্ড ভালোবাসায় ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পেরেছি উল্লেখ করে দল মত নির্বিশেষে সবার প্রিয় নাঈম টুটুল আরো বলেন, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি নোয়াখাইল্লা, আমি ব্রকলিনের মানুষ এবং আমি বাংলাদেশী। এই ভালোবাসা আমার মুল শক্তি।
প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে দীপ্ত কণ্ঠে নাইম টুটুল বলেন, আজ সংবর্ধনার মাধ্যমে আপনাদের প্রচন্ড ভালোবাসায় শিক্ত হলেও আমি মনে করি আমার দায়িত্ব পালন শুরু হয়ে গিয়েছে। আমি আমার সর্বশক্তি উৎসর্গ করে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের হৃদয়ে স্নেহের স্থানটি অক্ষুন্ন রাখবো। কখনো মলিন হতে দিব না।
বাংলাদেশ সোসাইটির সৃষ্টি হওয়ার সময় আমার জন্ম হয়নি উল্লেখ করে নাইম টুটুল আরো বলেন, ট্রাস্টি বোর্ডের প্রবীণ, অভিজ্ঞ ও সিনিয়র সিটিজেন সদস্যদের মাঝে আমি হলাম সর্বকনিষ্ঠ সদস্য। আমার অভিজ্ঞতার কমতি থাকলেও আমার মধ্যে রয়েছে তারণ্য। রয়েছে দৃঢ়তা। সবচেয়ে বড় শক্তি হলো আপনাদের স্নেহ এবং ভালোবাসা। এসব নিয়ে আমি শুধু এগিয়ে যাব।
বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সভার আহবায়ক জনাব সালামত উল্লাহ।
সংবর্ধনা সভায় নোয়াখালী সমিতির আজীবন সদস্যদের মধ্য বক্তব্য রাখেন সংবর্ধনা সভায় যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হোসেন কচি, প্রফেসর সৈয়দ আজাদ, প্রধান সমন্বয়কারী জনাব মো ওমর ফারুক, সমন্বয়কারী জনাব সালেহ আহমেদ রুমেল, সদস্য সচিব জনাব মোঃ মহিন উদ্দীন, যুগ্ম সদস্য সচিব জনাব মোঃ নাজমুল হোসেন, জনাব মোঃ মাহমুদুল হাসান।
বৃহত্তর নোয়াখালীবাসীর ঐক্য এবং সমৃদ্ধ বাংলাদেশ কামনায় দল, মত, অঞ্চল নির্বিশেষে সারাদেশে বিভিন্ন জেলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রবাসী নেতা সহ প্রবাসী গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত থেকে অনেকে বক্তব্য রাখেন। তাদের মধ্য জনাব সোলেমান, ডাক্তার এনামুল হক, টাইম টিভির কর্ণধার জনাব আবু তাহের , জনাব আতাউল হক মিলন, জনাব আব্দুল মন্নান, জনাব নজরুল ইসলাম, জনাব জিলানী, জনাব কামরুজ্জামান, জনাব জসীমউদ্দীন ভূইয়া, জনাব লুৎফুর, জনাব ফখরুল ইসলাম, জনাব সোলেয়মান ভূঁইয়া, জনাব গোলাম হোসেন, জনাব এটিএম রাসেল ভূঁইয়া, জনাব জাহাঙ্গীর শহীদ সরোয়ারদী, জনাব রহিম হাওলাদার, জনাব মহিউদ্দিন, জনাব সাখাওয়াত হোসেন সেলিম, জনাব ছালেহ আহমেদ মানিক, জনাব শরীফ হোসাইন, জনাব মোহাম্মদ আলী, জনাব কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আবুল খালেক, প্রফেসর আজাদ, জনাব সোলেয়মান, জনাব হারুন চেয়ারম্যান, জনাব সেলিম হোসেন, জনাব ফাহাদ, মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দরা।
সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একনাগারে চলা সংবর্ধনা সভায় আগত নেতৃবৃন্দ ও বিপুল উপস্থিতির মধ্যে দেখা গেছে প্রাণচাঞ্চল্য। প্রধান অতিথি নাঈম টুটুলকে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। সভার কার্যক্রম আপ্যায়নের মাধ্যমে শেষ হয়। ####