বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রচ্ছদUncategorizedরোগ মুক্তির জন্য মাস্টার ইলিয়াসের দোয়া কামনা।।

রোগ মুক্তির জন্য মাস্টার ইলিয়াসের দোয়া কামনা।।

নিউইয়র্ক প্রবাসী তথা নোয়াখালীর সুপরিচিত মুখ, আমেরিকার বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি, আমেরিকার নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার ইলিয়াছ আহমেদ গুরুতর অসুস্থ্য অবস্থায় ব্রুকলীনের মাইমনিদেশ  হাসপাতালে (১০ম অ্যাভিনিউ এন্ড ৪৭ স্ট্রিট ব্রুকলিন) ভর্তি করা হয়েছে। তিনি বেশ কিছু দিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলে। মাস্টার ইলিয়াছ আহমেদকে সহসা রিহ্যাব/নার্সিং হোম এ ট্রান্সফার করার কথা জানিয়েছেন তাহার আত্মীয়স্বজনরা। রোগ মুক্তির জন্য মাস্টার ইলিয়াস সবার কাছে দোয়ার চেয়েছেন। ####

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ