রবিবার, ৯ নভেম্বর ২০২৫
প্রচ্ছদUncategorizedনিউইয়র্ক স্টেট জাসাস'র উদ্যোগে ইঞ্জিনিয়ার সায়েমের শশুর ও জাবেদের পিতার মৃত্যুতে দোয়া...

নিউইয়র্ক স্টেট জাসাস’র উদ্যোগে ইঞ্জিনিয়ার সায়েমের শশুর ও জাবেদের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল।।

 

যুক্তরাষ্ট্র জাসাস-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের শশুর মোহাম্মদ শামসুজ্জামান ও নিউইয়র্ক স্টেট জাসাস-এর আহ্বায়ক মোহাম্মদ জাবেদ উদ্দিনের পিতা হাজী ডা. গিয়াস উদ্দিন (নামদার মিয়া)-এর আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট জাসাস এর উদ্যোগে ৭ জুলাই সোমবার বাদ মাগরিব এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন আল আমিন মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান চৌধুরী ও মাওলানা নেছার আহমেদ।

দোয়া মাহফিলে নিউজার্সী থেকে আগত আর্কিটেক্ট মাকসুদুল হক, যুক্তরাষ্ট্র জাসাস এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রহমান সায়েম, যুগগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, কেন্দ্রীয় যুবদলের উপদেষ্টা এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট জাসাস এর আহ্বায়ক মোহাম্মদ জাবেদ উদ্দিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুস সবুর সহ এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েস আহমদ, উপদেষ্টা চৌধুরী সালেহ, দেওয়ান শাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য এমডি নূরুল হক, জহিরুল হক চৌধুরী, মোহাম্মদ হোসেন, আল আমিন মসজিদের পরিচালনা কমিটির সেক্রেটারী আমিন হোসেন, মুসল্পী আব্দুর রকীব, মোতাহের হোসেন, ইকবাল হোসেন, আজগর আলী, সিদ্দিকুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ জাসাস নেতাকর্মী ও স্থানীয় প্রবাসী মুসলিম কমিউনিটর লোকজন উপস্থিত ছিলেন। এসময় মোহাম্মদ জাবেদ উদ্দিন তাঁর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করায় দেশ ও প্রবাসে বসবাসরত স্বজন ও পরিচিতজনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।####

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ