অপরিশোধিত তেল এবং রাবারের ক্রমাগত মূল্য হ্রাসের কারণে গত ১০ বছর ভারতীয় টায়ার উৎপাদকদের প্রায় ৮০ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় টায়ার কোম্পানিগুলো তাদের উৎপাদন খরচ বৃদ্ধির অভিযোগে সব সময়ই টায়ারের দাম বাড়ায়। অথচ গত ১০বছরে টায়ার উৎপাদন সংশ্লিষ্ট পণ্যের দাম উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাওয়া কারনে, উৎপাদকদের রাজস্ব আয় হু-হু করে বৃদ্ধির সময়ও তারা টায়ারের দাম কমায়নি। কিন্ত তারা এখন কাঁচামালের দাম বেড়েছে উল্লেখ করে টায়ারের দাম তিনদফা বাড়িয়েছে। অন্যদিকে ভারতে টায়ারের খুচরা বিক্রেতারা (ডিলার) বিশেষ করে লকডাউনের পরে উৎপাদকদের কাছ থেকে সরবরাহ হ্রাসের সাথে-সাথে ছাড় এবং সুযোগ-সুবিধার স্কিম গুলোও কম পাচ্ছে। এতে করে ডিলার বা খুচরা বিক্রেতারা তাদের গ্রাহকদের পর্যাপ্ত সুবিধা দিতে না পারায় ব্যবসায়ীভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ভারতীয় টায়ার উৎপাদকরা তাদের টায়ারের তৃতীয় দফা মূল্য বৃদ্ধি করেছে। কাঁচামাল ও অন্য আনুষাঙ্গিক পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এর যৌক্তিকতা তুলে ধরছে। ভারতে উৎপাদিত টায়ারের অনুপাত ৪০% প্রাকৃতিক রাবার এবং ৫০% সিনথেটিক্স (পেট্রোল ডেরিভেটিভস)।অবশিষ্ট ১০% ইস্পাতের মত বিবিধ দ্রব্য ব্যবহৃত হয়।
অতীতে কাঁচামাল সংশ্লিষ্ট যেকোনো পণ্যের মূল্য বৃদ্ধির সাথে-সাথে উৎপাদক টায়ার কোম্পানিগুলি টায়ারের দাম বাড়িয়েছিল। তালিকাভুক্ত টায়ার কোম্পানিগুলির তথ্য যা INR ৬০ হাজার কোটি অটোমোবাইল টায়ার সেক্টরের ৭৫% থেকে ৮০% হিসাব করে গত এক দশকে তাদের রাজস্বের ৭৬.৫% বৃদ্ধি দেখায়। মূলত কাঁচামালের দাম কমে যাওয়ায় এটি হয়েছে। গত ১০বছরে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক রাবারের দাম যথাক্রমে প্রায় ৫০% এবং ৩২% হ্রাস পেলেও টায়ার উৎপাদকরা এই সময়ে টায়ারের দাম উল্লেখযোগ্য ভাবে হ্রাস করেনি।