শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকনয় দিনের ব্যবধানে আফ্রিকার দুটি দেশে পুলিশের শান্তিরক্ষীকে অপহরণ ও হামলা।। হামলার...

নয় দিনের ব্যবধানে আফ্রিকার দুটি দেশে পুলিশের শান্তিরক্ষীকে অপহরণ ও হামলা।। হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহমর্মিতা।।

নয় দিনের ব্যবধানে আফ্রিকা উপমহাদেশের দুইটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত পুলিশের উপর হামলা ও অপহরণ ঘটনা ঘটেছে। অপহরণ ঘটনাটি ঘটেছে ৬ই জুন সাউথ সুদানে এবং গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে ২৯ মে মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দামে। হামলার ঘটনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস সহমর্মিতা প্রকাশ করেছে।

অপহরণের ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস)) সাউথ সুদানে নিয়োজিত বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী সাব-ইন্সপেক্টর মো. আশেকুর রহমানকে একটি গোষ্ঠী অপহরণ করে। তখন তিনি সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সাথে নিয়মিত নিরাপত্তা টহল দিচ্ছিলেন। পরবর্তীতে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। তিনি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন।

অন্যদিকে ২৯ মে রোববার সকাল সাড়ে নয়টার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিনজন সদস্য আহত হন এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় এই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) মাধ্যমে এই হামলা চালানো হয়।

মালিতে তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী উপর হামলার ঘটনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি বিশ্বজুড়ে শান্তির প্রচারকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের “সাহস ও নিষ্ঠার” প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত পুলিশের ২১ হাজার ২৮৪ জন শান্তিরক্ষী ২১টি দেশের ২৩টি মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে একটি নারী ফর্মড পুলিশ ইউনিট কঙ্গোতে কাজ করছে। এছাড়া মালি, সাইপ্রাস, সাউথ সুদান, সেন্ট্রাল আফ্রিকা, লিবিয়া ও সুদানসহ সাতটি দেশে বাংলাদেশ পুলিশের ৫১২ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে নারী পুলিশের ১৫৭ জন সদস্য রয়েছেন। বিশ্ব শান্তিরক্ষার এ কার্যক্রমে পুলিশের ২১ জন সদস্য নিহত ও ১২ জন আহত হয়েছেন। ২০১৯ সালে কঙ্গো মিশন পরিদর্শনকালে দুর্ঘটনার তৎকালীন অতিরিক্ত আইজিপি রওশন আরা বেগম মারা যান।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ