আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে এবং তারা এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে।
রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।