শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদশিক্ষা১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে এবং তারা এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ