শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদআন্তর্জাতিকগ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবিতে ৫৯ জন নিহত।।...

গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবিতে ৫৯ জন নিহত।। বাংলাদেশী আছে কিনা তা অনিশ্চিত।।

শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি মাছ ধরার নৌকা গ্রিসের দক্ষিণ উপকূলে ডুবে গেলে অন্তত ৫৯ জন মারা গেছে এবং ১০০জনকে উদ্ধার করা হয়েছে । 

বুধবার গ্রীক কোস্টগার্ড জানিয়েছে যে, জাহাজটি পেলোপোনিজ উপকূল থেকে পাইলোসের ৪৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে গেছে।

গ্রীক নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন যে জাহাজে থাকা বেশিরভাগই মিশর, সিরিয়া এবং পাকিস্তানী। তবে বাংলাদেশী কেউ আছে কিনা তা এখনো জানা যায়নি।

জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কারও কাছে লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জাম ছিল না।

নৌকায় কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।হেলিকপ্টার, পাশাপাশি বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নিচ্ছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (IOM) প্রকাশিত তথ্য অনুসারে, গত বছর, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মধ্যে এবং সেখান থেকে অভিবাসন রুটে প্রায় ৩,৮০০ জন লোক মারা গেছে, ২০১৭সাল থেকে সেখানে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা।

আইওএম-এর নিখোঁজ অভিবাসী প্রকল্প ২০২২ সালে সাহারা মরুভূমি এবং ভূমধ্যসাগরের ক্রসিং সহ এই অঞ্চলে সমুদ্র এবং স্থল পথে ৩,৭৮৯ জন মৃত্যু হওয়ার বিষয়গুলো রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ