স্বৈরাচারের কেন্দ্রবিন্দুতে থাকা গণভবনই ছিল ছাত্র জনতার বিপ্লবের মূল লক্ষ্য। বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে ইতিমধ্যে জাদুঘরের ঘোষণা দেয়া হয়েছে। ছাত্র-জনতার তীব্র ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনে আর কোন সংস্কার করা হবেনা। ছাত্র-জনতার তোপের মুখে যে অবস্থায় গণভবন ছিল সে অবস্থায় রাখা হবে। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডঃ মুহাম্মদ ইউনুস এই সব কথা বলেন।
লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া এবং আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, গত দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন আইন তৈরি করে লক্ষকোটি টাকা লুটপাটের সুযোগ দেওয়া আইন গুলো স্থগিত করা হয়েছে।
প্রত্যাশার ফানুস উড়িয়ে অধৈর্য জনগণের প্রতি ড. ইউনূস তার বক্তব্যের শেষ দিকে বলেন, এত সব কাজ কখন যে শেষ হবে ? এটা চিন্তা করে আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি। অবশ্যই আমরা অধৈর্য হব। কেন হব না? আমরা সঠিকভাবে কাজ শেষ করব তবে সেখানে কোন অধৈর্যের চিহ্ন রাখব না।
সর্বস্তরের জনগনকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করা ডক্টর ইউনুস সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ সহায়তা কামনা করে তার বক্তব্য শেষ করেন।###